Homeপশ্চিমবঙ্গনতুন পে কমিশন গঠনের পর DA বাবদ কত ক্ষতি হচ্ছে বাংলার সরকারি...

নতুন পে কমিশন গঠনের পর DA বাবদ কত ক্ষতি হচ্ছে বাংলার সরকারি কর্মীদের? হিসেব দেখেনিন

বাংলার সরকারি কর্মীদের বেতন বঞ্চনা বেড়েই চলেছে

ডিএ বঞ্চনা, পশ্চিমবঙ্গ: সম্প্রতি কেন্দ্রীয় কর্মচারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এই ঘোষণায় কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রায় 50 লক্ষ কেন্দ্রীয় কর্মচারীদের বেতন পরিবর্তনের জন্য 8ম পে কমিশন গঠনের অনুমোদন দিয়েছেন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২০২৬ সালে এই নতুন বেতন পে কমিশন লাগু হয়ে যাবে। 

আর নতুন বেতন পে কমিশন লাগু মানেই হল বেতনে বিরাট লাভ দেখতে পাওয়া যাবে। যদিও কোন মাস থেকে এই নতুন পে কমিশন লাগু হবে সেই বিষয়ে এখন অবধি কেন্দ্রের তরফে কোনওরকম সিদ্ধান্ত জানানো হয়নি। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ (Dearness Allowance) এবং ডিআর-এর পরিমাণ নিয়মিত ভাবে বাড়ছে। অন্যদিকে কপাল কার্যত ফুটোই রয়ে গেছে বাংলা সরকারি কর্মীদের। ফলে দিনে দিনে বেড়ে চলেছে কেন্দ্রের সঙ্গে বাংলা সরকারি কর্মচারীদের DA- র ফারাক।

এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৫৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন সেই সঙ্গে মহার্ঘ্য ত্রাণ সহ আরো অন্যান্য ভাতার সুবিধা রয়েছে সেখানে অন্যদিকে বাংলা সরকারি কর্মীরা মাত্র ১৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। এর ফলে প্রাপ্ত বেতনের বিরাট ফারাক তৈরি হয়েছে।

বর্তমানে বাংলার সঙ্গে কেন্দ্রের DA ফারাক ৩৯%। রাজ্যের সরকারি কর্মীদের দাবি, অবিলম্বে প্রাপ্য আরও ৩৯ শতাংশ ডিএ মিটিয়ে দিতে হবে রাজ্যকে। হিসেব অনুযায়ী, পশ্চিমবঙ্গের একজন সরকারি কর্মচারীর বেসিক স্যালারি যদি ২০ হাজার টাকা হয়, তাহলে তিনি মাসে DA বাবদ ১৪ শতাংশ হারে ২৮০০ টাকা পাচ্ছেন। এবং বছরে পাচ্ছেন মহার্ঘ ভাতা বাবদ ৩৩৬০০ টাকা। যার ফলে কেন্দ্রীয় সরকারী কর্মীদের তুলনায় রাজ্যের কর্মীরা প্রতি মাসে ৭৮০০ টাকা কম পাচ্ছেন। এবং বছরে ৯৩,৪০০ টাকা কম পাচ্ছেন।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments