নিউজ ডেস্ক: এসএসএসি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার জন। চাকরি ফেরতের দাবি নিয়ে চলছে আন্দোলন। ইতিমধ্যেই যোগ্য শিক্ষকদের নাম সংশ্লিষ্ট ডিআই অফিসগুলোতে পাঠিয়ে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। সেই যোগ্য শিক্ষকদের তালিকায় নাম এসেছে ববিতা সরকারের। এই নিয়ে শুরু হয়েছে জল্পনা।
এসএসসি জেলা শিক্ষা দপ্তরগুলিতে নট টেন্টেড শিক্ষক-শিক্ষিকাদের যে তালিকা পাঠিয়েছে। তাতেও আবার দেখা গিয়েছে মেখলিগঞ্জের ইন্দিরা গার্লস হাইস্কুলের নট টেন্টেড শিক্ষিকাদের তালিকায় ববিতার নাম রয়েছে।
বিষয়টি নিয়ে জিজ্ঞাসা করা হলে মেখলিগঞ্জের ইন্দিরা গার্লস হাইস্কুলের টিআইসি কল্পনা মহন্ত বলেন,‘আমাদের তালিকায় ববিতা সরকারেরও নাম রয়েছে। ওর চাকরি তো আগেই বাদ হয়েছে। তারপরেও কেন ওর নাম এসছে সেটা বুঝতে পারছি না।’
বিষয়টি নিয়ে জিজ্ঞাসা করা হলে ববিতা সরকার মন্তব্য করেন, ‘বিষয়টি আমি জানি না। যদি এমন হয় তাহলে তো এই তালিকা স্কুলে যাবার জন্য। তাহলে আমিও আগামীকাল থেকে স্কুলে যাব। পরে অবশ্য তিনি বলেন, ‘আসলে এসএসসি-র কাছে কোন তথ্যই নেই কারা টেন্টেড ও কারা নট টেন্টেড। ওরা কোন তথ্য যাচাই করেও দেখেনি। এসএসসি পুরো ঘেঁটে ‘ঘ’ হয়ে রয়েছে।’
প্রসঙ্গত উল্লেখ্য, অঙ্কিতা অধিকারী কোচবিহারের মেকলিগঞ্জের ইন্দিরা গার্লস হাইস্কুলের শিক্ষিকা হয়েছিলেন। দুর্নীতির অভিযোগে কলকাতা হাইকোর্টের রায়ে অঙ্কিতাকে সরিয়ে তার জায়গায় ওই স্কুলেই চাকরী পান তালিকায় প্রথমে নামা থাকা ববিতা সরকার। বেশ কয়েকমাস চাকরি করার পর কোর্টের নজরে আসে ববিতার কাগজপত্রেও গন্ডগোল আছে। এরপর আদালতের রায়ে ২০২৩ সাল নাগাদ ববিতারও চাকরী গেলে অনামিকা নামে আরেক জনের চাকরী হয়।