SSC: ২৬ হাজারের চাকরি বাতিলের পর কি এবার স্কুলে স্কুলে ‘সিভিক-টিচার’ মডেল?

1720
এসএসসি SSC শিক্ষক

নিউজ ডেস্ক: সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ২৬ হাজারের চাকরি বাতিল হয়েছে। পরিস্থিতি সামাল দিতে এবার স্কুলে স্কুলে ‘সিভিক-টিচার’ মডেল চালু হচ্ছে! মুর্শিদাবাদের স্কুলে দেখা গেল কার্যত শিক্ষকদের সিভিক-মডেল!

সোমবার নেতাজি ইন্ডোরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকের পর, চাকরিহারাদের একাংশের মুখে উঠে এসেছিল সিভিক-প্রসঙ্গ! এবার ঠিক যেন সেই বিষয়টিই সামনে এল।

সোমবার নেতাজি ইন্ডোরের বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন,’আপনারা স্কুলে যান। ক্লাস করান। ভলান্টারি সার্ভিস কিন্তু সবাই দিতে পারে। যোগ্য কারোর চাকরি বাতিল হবে না।’ যদিও সেদিন মুখ্যমন্ত্রীর কথায় আশ্বস্ত হতে পারেনি চাকরিহারা শিক্ষকদের বড় একটা অংশ । তাঁরা পরিষ্কার জানিয়ে দেন, স্বেচ্ছাশ্রমের জন্য তো তাঁরা লড়ছেন না। সসম্মানে, নিজের বেতন ফেরত চাইছেন তাঁরা। সেদিনই এক চাকরিহারা হতাশার সুরে জানিয়েছিলেন, সিভিক টিচার হিসেবে হয়তো মাইনে দিতে পারেন। 

মুর্শিদাবাদের ধুলিয়ান বালিকা বিদ্যালয় অস্থায়ী শিক্ষক নিয়োগ করা হয়েছে। স্কুলের ছাত্রীর সংখ্যা প্রায় সাড়ে ৫ হাজার। শিক্ষিকা ছিলেন ২৭ জন। তার মধ্যে সুপ্রিম কোর্টের রায়ে ১৮ জনেরই চাকরি গেছে। বিরাট বিপত্তিতে পরে স্কুলটি। এতজন শিক্ষকের ঘাটতি সামাল দিতে স্কুলের ৬ জন প্রাক্তনীকে শিক্ষিকা হিসেবে নিয়োগ করা হয়েছে।

স্কুল কর্তৃপক্ষ ঠিক করেছে, সপ্তাহে ৬ দিন ক্লাস নিলে, মাস গেলে মিলবে ৬ হাজার টাকা। অস্থায়ী শিক্ষিকা জানালেন, ‘৪ তারিখ জমা দিয়েছিলাম, সন্ধের সময় জানানো হয়…৫ তারিখ থেকে জয়েন করেছি।’ শুধু এই স্কুলেই নয়, পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন স্কুলে কাজ চালাতে হচ্ছে অস্থায়ী শিক্ষক দিয়ে। 

পড়ুন:  একাদশের ফল প্রকাশের আগেই তৃতীয় সেমিস্টারের ক্লাস শুরুর সিধান্ত! কেউ অকৃতকার্য হলে কি হবে?