Homeপশ্চিমবঙ্গশিক্ষক নিয়োগ: ৭ম এসএলএসটি (এটি) পরীক্ষার্থীদের নথি পুনরায় যাচাইয়ের বিজ্ঞপ্তি

শিক্ষক নিয়োগ: ৭ম এসএলএসটি (এটি) পরীক্ষার্থীদের নথি পুনরায় যাচাইয়ের বিজ্ঞপ্তি

কলকাতা, ৪ মার্চ ২০২৫: পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন (WBMSC) ৭ম এসএলএসটি (এটি)-এর ইন্টারভিউয়ে অংশগ্রহণকারী প্রার্থীদের নথি পুনরায় যাচাই করার নির্দেশিকা জারি করা হয়েছে। নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য আয়োজিত এই ইন্টারভিউয়ে অংশ নেওয়া সকল প্রার্থীকে ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে তাদের নথি যাচাই করাতে হবে। এই মর্মে বিজ্ঞপ্তি করেছে কমিশন। 

কখন ও কোথায়: নথি যাচাইয়ের প্রক্রিয়া চলবে ১০ মার্চ ২০২৫ থেকে ২১ মার্চ ২০২৫ পর্যন্ত। তবে ১৪, ১৫ ও ১৬ মার্চ তারিখে এই কার্যক্রম বন্ধ থাকবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত মৌলানা আবুল কালাম আজাদ ভবন (ঠিকানা: ডিডি-৪৫, সেক্টর-১, সল্ট লেক, কলকাতা-৭০০০৬৪)-এ প্রার্থীদের উপস্থিত হতে হবে।

কী করতে হবে?

– প্রার্থীদের ৫ মার্চ ২০২৫, রাত ৮টা থেকে কমিশনের ওয়েবসাইট www.wbmsc.com-এ গিয়ে তাদের অ্যাপ্লিকেশন আইডি ও জন্মতারিখ প্রবেশ করে নথি পুনরায় যাচাইয়ের লেটার ডাউনলোড করতে হবে।  

– নির্ধারিত তারিখ ও সময়ে এই লেটার সাথে সমস্ত মূল ও ফটোকপি নথি নিয়ে ব্যক্তিগতভাবে উপস্থিত হতে হবে।  

পড়ুন:  BIG NEWS: ডিএ নিয়ে বিধানসভায় ফের কথা বললেন মমতা, জানালেন এই কথা

সতর্কতা: কমিশন স্পষ্ট জানিয়েছে, নথি যাচাইয়ে অনুপস্থিত প্রার্থীদের আবেদন বাতিল** বলে গণ্য করা হবে। তাই সমস্ত প্রার্থীদের এই প্রক্রিয়ায় অংশ নেওয়া বাধ্যতামূলক।  

এই সংক্রান্ত যেকোনো অতিরিক্ত তথ্যের জন্য প্রার্থীরা কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট বা হেল্পলাইন নম্বরের সাথে যোগাযোগ করতে পারেন।  

প্রাসঙ্গিক তথ্য:

পড়ুন:  SSC: 'কত রাতে ঘুমের ঘোরে কেঁদেছি...', কাটল দীর্ঘদিনের অপেক্ষা, হল স্বপ্নপূরণ! আপার প্রাইমারি শিক্ষক পদে যোগদান করলেন প্রিয়াঙ্কা

– বিজ্ঞপ্তি নম্বর: ডব্লিউবিএমএসসি/৭ম এসএলএসটি(এটি)/নোটিস/১৩/২০২৫  

– তারিখ: ০৩.০৩.২০২৫  

– স্বাক্ষর: সচিব, পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন।  

শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিয়মমাফিক রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে জানা গেছে। প্রার্থীদের সুবিধার্থে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments