Homeকলকাতা'আমি শকড্... আমি ভাবতেও পারি না...', যা জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

‘আমি শকড্… আমি ভাবতেও পারি না…’, যা জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

নিউজ ডেস্ক: যাদবপুর কাণ্ডের পরে ফের মুখ খুললেন শিক্ষামন্ত্রী তথা ওয়েবকুপার সভাপতি ব্রাত্য বসু। দু’দিন পেরিয়ে গেলেও গেলেও যাদবপুরের রেশ এখনও কাটেনি। অনেকেই জানতে চাইছেন কেমন আছেন শিক্ষামন্ত্রী। অনেকেই আবার শিক্ষামন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন। যাদবপুর কান্ড নিয়ে আরও একবার মন্তব্য করলেন ব্রাত্য।

ব্রাত্য বসুর কথায়, “আমি তো কথা বলতেই চেয়েছিলাম। বলেছিলাম জনা চারেক আসুন, কথা বলব। আমি কোনও ভুয়ো প্রতিশ্রুতি দিতে চাইনি। আলোচনা চেয়েছিলাম। কিন্তু ওরা বলল কথা বলতে হবে ৪০ জনের সঙ্গেই। সেটা হয় নাকি! তার পরের ঘটনা ক্যামেরার সামনে ঘটেছে। সকলে দেখেছেন। যাদবপুরে শনিবার বিশ্ববিদ্যালয় চত্বরে যা ঘটেছে তা আসলে নৈরাজ্য তৈরির চেষ্টা। শারীরিক সন্ত্রাস। বর্বরতা।”

শনিবারের ঘটনা নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, “পুরো ব্যাপারটায় আমি শকড্। পড়ুয়ারা এধরনের ঘটনা ঘটাতে পারে, আমি ভাবতেও পারি না। এরা কোন ধরনের পড়ুয়া? যে পড়ুয়া পড়ে গিয়ে আহত হয়েছে, তাঁর জন্য আমিও উদ্বিগ্ন। কিন্তু শিক্ষামন্ত্রী, অধ্যাপকদের আক্রমণ, হামলা এসব কোন সংস্কৃতি?”

শিক্ষামন্ত্রী আরও জানিয়েছেন, “দলের সিদ্ধান্ত উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। ফলে কোনও ধরনের মিছিল-মিটিং-প্রতিবাদ করা হবে না। প্রথম লক্ষ্য সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়া। কোনও বনধ-অবরোধ হবে না। লখিমপুর খেরির কৃষকদের উপর বিজেপি মন্ত্রীর গাড়ি চালিয়ে দেওয়ার প্রসঙ্গ যাঁরা তুলনা টানছেন তাঁরা মনে রাখবেন, বিজেপি রাজ্যে কিন্তু শিক্ষামন্ত্রীর গাড়ির উপর হামলা হয়নি। অধ্যাপকদের মারধর করা হয়নি। গাড়ির ভাঙা কাচ ড্রাইভার আর আমার গায়ে-মুখে পড়েছে। এখন মিথ্যাচার করে লাভ নেই। সকলেই বুঝেছেন আসলে কী হয়েছে।”

পড়ুন:  রাজ্যের স্বচ্ছভাবে শিক্ষক নিয়োগ নিয়ে মুখ খুললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, জানালেন এই কথা
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments