এবার সমকাজে সমবেতন নীতি নিয়ে মন্তব্য করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, জানালেন পার্শ্বশিক্ষকদের ক্ষেত্রে…

6638
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

নিউজ ডেস্ক: পার্শ্বশিক্ষকদের নিয়ে এবার মন্তব্য করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বলেন, পার্শ্বশিক্ষকদের ক্ষেত্রে সমকাজে সমবেতন নীতি খাটে না। মঙ্গলবার বিধানসভায় বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেখানেই এই বিষয়ে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী।

এর আগে সুপ্রিম কোর্ট বিভিন্ন সময় সমকাজে সমবেতন নীতি নিয়ে নির্দেশ দিয়েছে। সেই নির্দেশগুলোর পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠছিল এরাজ্যে কেন পার্শ্বশিক্ষকদের ক্ষেত্রে সমকাজে সমবেতন নীতি খাটবে না? এবার বিষয়টি নিয়ে ক্লিয়ার করলেন শিক্ষামন্ত্রী। 

পার্শ্বশিক্ষকদের ক্ষেত্রে সমকাজে সমবেতন নীতি খাটে না। বিধানসভায় এমনই বললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মঙ্গলবার বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে ব্রাত্য বলেন, শিক্ষক ও পার্শ্বশিক্ষক পদ আলাদা। তাই সমকাজে সমবেতন এ ক্ষেত্রে হয় না।

পড়ুন:  OBC Case: চাকরির নিয়োগে বিরাট সমস্যা হচ্ছে! সুপ্রিম কোর্টে ওবিসি মামলা নিয়ে বড় খবর সামনে এল

যদিও শিক্ষামন্ত্রীর এই বক্তব্য মনঃপুত হচ্ছে না শিক্ষক মহলের বড় অংশেরই। আসলে অত্যন্ত কম বেতনে কাজ চালিয়ে যাচ্ছেন এরাজ্যের হাজার হাজার পার্শ্ব শিক্ষক। অন্ততপক্ষে সম্মানজনক বেতনের আশা করছেন তাঁরা।

এই বিষয়ে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন, “সমকাজে সমবেতন তো দূরের কথা। পার্শ্ব শিক্ষকদের ন্যূনতম সম্মানজনক বেতন দেওয়া হচ্ছে কি? আমরা তো সেই সদিচ্ছাও দেখতে পাচ্ছি না। সহশিক্ষকদের অর্ধেক বেতনও তাঁদের দেওয়া হয় না। একথা বলার মধ্য দিয়ে শিক্ষামন্ত্রী পার্শ্বশিক্ষকদের অসম্মান করলেন। প্রায় ২০ বছরের উপর তাঁরা বিদ্যালয়ে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন। রাজ্য সরকারের কাছে আমাদের আবেদন, পার্শ্বশিক্ষকদের জন্য অন্ততপক্ষে ন্যূনতম একটি বেতন কাঠামোর মধ্যে আনা হোক।”