SET Result: সেট পরীক্ষার ফল প্রকাশ, সহকারী অধ্যাপক নিয়োগ বিজ্ঞপ্তি কবে? যা জানা গেল

10572
সেট পরীক্ষা

SET Result: ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন (WBCSC) এর তরফে স্টেট এলিজিবিলিটি টেস্ট বা সেট পরীক্ষার ফলাফল প্রকাশ করা হল। পরীক্ষার্থীরা কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট (wbcsc.org.in) এর মাধ্যমে ফলাফল দেখতে পারবেন।

WBSET Result Out

সেট রেজাল্ট দেখবেন কিভাবে?

১) সেট পরীক্ষার ফলাফল দেখতে পরীক্ষার্থীদের প্রথমে (www.wbcsc.org.in) ওয়েবসাইটে যেতে হবে।

২) এরপর রেজাল্ট দেখার লিঙ্কটিতে ক্লিক করতে হবে।

পড়ুন:  Assistant Professor: সহকারী অধ্যাপক পদে নিয়োগ করবে কলকাতা বিশ্ববিদ্যালয়, কোন বিভাগে?

৩) এবার লগ ইন ডিটেলস দিয়ে সাবমিট করতে হবে।

৪) এরপর পরীক্ষার রেজাল্টটি স্ক্রিনে দেখতে পাবেন।

৫) রেজাল্ট ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারেন পরীক্ষার্থীরা।

সেট পরীক্ষাটি অন্যতম গুরুত্বপূর্ণ একটি যোগ্যতা নির্ধারক পরীক্ষা হিসেবে বিবেচিত হয়। গত ১৫ ই ডিসেম্বর কলেজ সার্ভিস কমিশন রাজ্যজুড়ে সেট এর পরীক্ষা নেয়। মোট ৫৮ হাজার ৮৬৭ জন পরীক্ষার্থী আবেদন করেন। এবারের পরীক্ষাকে নির্বিঘ্নে পরিচালনা করার জন্য বেশ কিছু পদক্ষেপও করেছে কলেজ সার্ভিস কমিশন। 

পড়ুন:  SSC: “সবার চাকরিই বাতিল হয়েছে- কারো এখন, কারও...” বিস্ফোরক মন্তব্য বিকাশ ভট্টাচার্যের

এবারে অ্যাডমিট কার্ডে কিউআর কোড-এর ব্যবহার করা হয়। সেটের পরীক্ষার প্রশ্নপত্রেও কিউআর কোডের ব্যবহার করা হয়েছে। যাতে প্রশ্নপত্রের ছবি তুলে যদি কেউ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে সঙ্গে সঙ্গে সেই পরীক্ষার্থীকে চিহ্নিত করা যায়। সেটের ফল প্রকাশ হল। এবার রাজ্য সহকারী অধ্যাপক নিয়োগ নিয়ে ফের বিজ্ঞপ্তিও জারি করা সম্ভাবনা রয়েছে বলেও চর্চায় রয়েছে।