Homeপশ্চিমবঙ্গহোলিস্টিক প্রগ্রেস রিপোর্ট কার্ড: স্কুল শিক্ষা দপ্তরের নোটিফিকেশন, শিক্ষকদের নিয়ে ওয়ার্কশপ হলো...

হোলিস্টিক প্রগ্রেস রিপোর্ট কার্ড: স্কুল শিক্ষা দপ্তরের নোটিফিকেশন, শিক্ষকদের নিয়ে ওয়ার্কশপ হলো না

নিউজ ডেস্ক: ২০২৫ শিক্ষাবর্ষে বাংলার শিক্ষা স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম (এসএমএস) পোর্টালের অধীনে হোলিস্টিক প্রগ্রেস রিপোর্ট কার্ডের বাস্তবায়ন সংক্রান্ত স্কুল শিক্ষা দপ্তরের নোটিফিকেশন বের হল। রাজ্যের সমস্ত প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলের জন্য এই নোটিশ জারি হল।

2025 শিক্ষাবর্ষ থেকে হলিস্টিক প্রগ্রেস রিপোর্ট কার্ড ইতিমধ্যেই বাস্তবায়ন করা হয়েছে। নতুন শিক্ষাবর্ষ 2025 ইতিমধ্যে শুরু হয়েছে এবং সামগ্রিক অগ্রগতি রিপোর্ট কার্ড বজায় রাখার জন্য সমস্ত মূল্যায়ন হতে হবে। হোলিস্টিক প্রগ্রেস রিপোর্ট কার্ডের বিষয়ে প্রতিটি মূল্যায়নের জন্য নম্বর বিধান ইতিমধ্যেই বাংলার শিক্ষা স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম (এসএমএস) পোর্টাল তৈরি করা হয়েছে।

সেই অনুযায়ী বাংলার শিক্ষা এসএমএস পোর্টালের অধীনে মার্ক আপলোড করা নিজ নিজ এখতিয়ার। মার্ক আপলোডের অবস্থা পর্যায়ক্রমে পর্যালোচনা করা হবে। এই বিষয়ে ব্যবহারকারীর ম্যানুয়ালটিও সংযুক্ত করা হয়েছে।

স্কুল শিক্ষা দফতর

এই বিষয়ে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন, “এত বড় একটা প্রক্রিয়া কার্যকর হয়ে গেল কিন্তু সমস্ত শিক্ষকদের নিয়ে অভিজ্ঞদের দ্বারা ওয়ার্কশপ করা হলো না। কেবলমাত্র বিদ্যালয় প্রধানদের নিয়ে কিছু ওপর ওপর আলোচনা করে দেওয়া হয়েছে। এর জন্য প্রয়োজন উপযুক্ত পরিকাঠামো এবং পর্যাপ্ত পরিমাণে শিক্ষক। প্রাথমিক থেকে মাধ্যমিক বিদ্যালয় গুলিতে এর উপযুক্ত পরিকাঠামো নেই। যথেষ্ট সময় সাপেক্ষ বিষয় এটি। আমরা যথাযথ ওয়ার্কশপের দাবি জানাচ্ছি।”

পড়ুন:  WBSSC: শিক্ষক নিয়োগের কাউন্সেলিংয়ে বেড়েই চলছে অনুপস্থিতির সংখা সংখ্যা, বড় খবর ওয়েটিং চাকরি প্রার্থীদের
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments