সেট পরীক্ষার দিন ঘোষনা: ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য। ২০২৫-এ রাজ্যে স্টেট এলিজিবিলিটি টেস্ট (সেট) পরীক্ষার দিন ঘোষণা হল। দিন ঘোষণা করল কলেজ সার্ভিস কমিশন। এই নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কমিশন। তবে আবেদন প্রক্রিয়া কবে শুরু হবে সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি এখনও প্রকাশিত হয়নি।
বিজ্ঞপ্তি অনুযায়ী এটি ২৭তম পরীক্ষা। রবিবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা ২টো পর্যন্ত চলবে পরীক্ষা। বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ হলে পরীক্ষায় বসার জন্য আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে প্রার্থীদের। যাঁরা স্নাতকোত্তর স্তরে ৫৫ শতাংশ বা তার বেশি নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন। তবে আবেদনের ক্ষেত্রে বয়সের কোনও ঊর্ধ্বসীমা নেই।
বাংলা, ইংরেজি, লাইব্রেরি সায়েন্স, ভৌতবিজ্ঞান-সহ আরও বিষয়ে দু’টি সেশনে দু’টি পেপারে পরীক্ষা হয়। প্রথম সেশনের পরীক্ষা এক ঘণ্টা এবং দ্বিতীয় সেশনের পরীক্ষা দু’ঘণ্টার মধ্যে সম্পন্ন হয়। প্রথম পেপারে ১০০ এবং দ্বিতীয় পেপারে ২০০ নম্বরের পরীক্ষা নেওয়া হয় থাকে।
প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই প্রকাশিত হয়েছে ২৬তম স্টেট এলিজিবল টেস্ট বা সেট পরীক্ষার ফল। পরীক্ষার সাত সপ্তাহের মধ্যে প্রকাশিত হয় সেট-এর ফল। উত্তীর্ণ হয়েছেন তিন হাজারের বেশি প্রার্থী। সেট পরীক্ষায় মোট ৫৮,৮৬৭ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন। তার মধ্যে উত্তীর্ণ হন ৩২৮২ জন পরীক্ষার্থী। মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে সফল পরীক্ষার্থীরা সার্টিফিকেট পাবেন।