Homeপশ্চিমবঙ্গশিক্ষকদের উপর পুলিশি অত্যাচার! প্রতিবাদে কালো ব্যাজ পড়ে প্রতিবাদের ডাক শিক্ষক সংগঠনের

শিক্ষকদের উপর পুলিশি অত্যাচার! প্রতিবাদে কালো ব্যাজ পড়ে প্রতিবাদের ডাক শিক্ষক সংগঠনের

নিউজ ডেস্ক: যোগ্য-অযোগ্যদের আলাদা করার দাবি নিয়ে SLST শিক্ষক-শিক্ষিকাদের বিক্ষোভ ঘিরে তুলকালাম হল এদিন। ২০১৬-র SLST শিক্ষক-শিক্ষিকাদের বিক্ষোভ ঘিরে তুলকালাম কলকাতায়, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে কালীঘাটে মিছিল করে যাওয়ার আগেই পুলিশি ধরপাকড় ঘিরে ছড়াল উত্তেজনা। যোগ্য শিক্ষকদের উপর পুলিশি অত্যাচারের প্রতিবাদে কালো ব্যাজ পড়ে প্রতিবাদের ডাক BGTA শিক্ষক সংগঠনের। 

শিক্ষকদের বিক্ষোভ

এদিন বেলা সাড়ে এগোরাটার সময় SLST শিক্ষক-শিক্ষিকাদের জমায়েত হতে শুরু করে। তাঁদের দাবি, ‘অবিলম্বে যোগ্য-অযোগ্যদের তালিকা আলাদা করা হোক।’ যোগ্য শিক্ষক যারা চাকরি করছেন, তাঁরা কেন ভুক্তভোগী হবেন? এই প্রশ্ন তুলে এদিন জমায়েত করেন। যদিও এদিন কালীঘাট অভিযানের অুমতি দেয়নি পুলিশ। এরপর বিক্ষোভকারী শিক্ষক-শিক্ষিকাদের আটক করে পুলিশভ্যানে তোলা হয়। সকাল পেরিয়ে এখন সন্ধ্যা। 

এই বিষয়ে বৃহত্তর গ্রাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক মাননীয় সৌরেন ভট্টাচার্য বলেন, “আজ কলকাতায় যোগ্য শিক্ষকদের উপর যে পুলিশি অত্যাচার হয়েছে তার প্রতিবাদে আমরা আগামীকাল সমস্ত স্কুলে কালো ব্যাচ পড়ে প্রতিবাদ জানাবো।”

যোগ্য শিক্ষকদের দাবি, ২০১৬ প্রথম এসএলএসটি প্যানেলে যোগ্যতা ও মেধার ভিত্তিতে নিযুক্ত সব শিক্ষক ও শিক্ষাকর্মীদের চাকরিতে বহাল রাখতে হবে। সঙ্গে এই প্যানেলের দুর্নীতিকারীদের চূড়ান্ত শাস্তিও দাবি করা হয়। এক্ষেত্রে সুপ্রিম কোর্টে যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের যথাযথ নথি জমা করতে হবে।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments