BIG NEWS: শিক্ষক নিয়োগের ওএমআর শিট এ বার ১০ বছর সংরক্ষণ করবে রাজ্য, শুরু হল এই প্রক্রিয়া

1622
মমতা বন্দ্যোপাধ্যায় ব্রাত্য বসু

নিউজ ডেস্ক: রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে এবার বড় খবর সামনে এল। শিক্ষক নিয়োগের পরীক্ষায় ওএমআর শিট এ বার ১০ বছর সংরক্ষণ করতে চায় রাজ্য সরকার। এই নিয়ে শুরু হল প্রক্রিয়া। শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগের পরীক্ষার ওএমআর শিট সংরক্ষণের সময়সীমা বাড়ানোর পথে হাঁটতে চলেছে রাজ্য সরকার। এখন পরীক্ষার পর এক বছর পর্যন্ত ওএমআর শিট সংরক্ষণ করার নিয়ম কার্যকর রয়েছে।

পড়ুন:  সুপ্রিম কোর্টের রায়: SSC চাকরিহারা শিক্ষকদের নিয়ে আবার বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

তবে এবার শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগের পরীক্ষার ওএমআর শিট সংরক্ষণের সময়সীমা বাড়ানোর পথে হাঁটতে চলেছে রাজ্য সরকার। এখন পরীক্ষার পর এক বছর পর্যন্ত ওএমআর শিট সংরক্ষণ করার নিয়ম রয়েছে। তা বাড়িয়ে ১০ বছর করতে চাইছে শিক্ষা দফতর। আপাতত প্রধান শিক্ষক নিয়োগের পরীক্ষা দিয়ে সেই প্রক্রিয়া শুরু করতে চায় তারা।

এবার শিক্ষা দফতর সূত্রে খবর, শিক্ষক নিয়োগের বিধিতে ওএমআর শিট সংরক্ষণের সময়সীমা দু’বছর করার প্রস্তাব দিয়েছিল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। সেই প্রস্তাবে একমত নয় রাজ্য। দু’বছরের পরিবর্তে সময়সীমা ১০ বছর করার পক্ষপাতী তারা। শিক্ষা দফতর চাইছে, আপাতত প্রধান শিক্ষক নিয়োগের পরীক্ষার ক্ষেত্রে ওএমআর শিট ১০ বছর সংরক্ষণের ব্যবস্থা হোক। যদি সব কিছু ঠিক থাকে, তা হলে সেই নিয়ম নবম-দশম, একাদশ-দ্বাদশে নিয়োগের ক্ষেত্রেও চালু করা হতে পারে।

পড়ুন:  বড় খবর: এ বছর বাতিল হল টেট পরীক্ষা, কারণ নিয়ে যা জানালেন পর্ষদ সভাপতি গৌতম পাল

এর আগে ২০১৬ সালে এসএসসি-র শিক্ষক নিয়োগের পরীক্ষার নিয়মে বদল আনা হয়েছিল। পরীক্ষা ব্যবস্থায় প্রথম বারের জন্য ওএমআর শিট ব্যবহার করা হয় সেই সময়ে। তখন থেকেই ওএমআর শিট এক বছর পর্যন্ত সংরক্ষণের নিয়ম চালু রয়েছে। তবে এবার OMR সংরক্ষণ ১০ বছর করতে চাইছে রাজ্য।