Homeচাকরির খবরচাকরির খবর: ভারতীয় ডাক বিভাগে কাজের সুযোগ, পারিশ্রমিক মাসে ১৯,৯০০ টাকা

চাকরির খবর: ভারতীয় ডাক বিভাগে কাজের সুযোগ, পারিশ্রমিক মাসে ১৯,৯০০ টাকা

ভারতীয় ডাক বিভাগে চাকরির সুযোগ এল। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন।

চাকরির খবর: ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য। ভারতীয় ডাক বিভাগে কাজের সুযোগ সামনে এল। প্রতি মাসে পারিশ্রমিক দেওয়া হবে ১৯,৯০০ টাকা। মোট দু’বছর থাকবে কাজের মেয়াদ। যদিও প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি হতে পারে।

শূন্যপদ 

ভারতীয় ডাক বিভাগের বিভাগীয় ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ডাক বিভাগে ড্রাইভার নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে কাজ। মোট শূন্যপদ রয়েছে ১৯টি। আগ্রহী চাকরি প্রার্থীরা আবেদন করতে পারেন।

শিক্ষাগত যোগ্যতা 

আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দশম শ্রেণি উত্তীর্ণ হওয়া প্রয়োজন। পাশাপাশি, সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 

বয়স

প্রার্থীর বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। যদিও সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

পড়ুন:  Teacher Recruitment 2024: আর্মি পাবলিক স্কুলে টিজিটি, পিজিটি, পিআরটি শিক্ষক পদের জন্য আবেদন শুরু, আবেদন করার সরাসরি লিঙ্ক

আবেদন প্রক্রিয়া 

ভারতীয় ডাক বিভাগের ওয়েবসাইটে ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ১২ জানুয়ারি ’২৫ আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এই বিষয়ে বিস্তারিত জানতে অনুগ্রহ করে ভারতীয় ডাক বিভাগের ওয়েবসাইটটি দেখতে পারেন।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments