নিউজ ডেস্ক: নয়া বছরের শুরুতেই বকেয়া মহার্ঘ ভাতার শুনানি নিয়ে বড় খবর সামনে এল। একের পর এক ১৩ বার শুনানি পিছিয়েছে। দীর্ঘ ২ বছর ধরে সুপ্রিম কোর্টে ঝুলে আছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কর্মীদের বকেয়া ডিএ মামলা। এই আবহে এই বছরের শুরুতে ডিএ মামলার শুনানি হতে চলেছে দেশের সর্বোচ্চ আদলত সুপ্রিম কোর্টে।
জানা গিয়েছে, মঙ্গলবার বিচারপতি হৃষিকেশ রায় এবং বিচারপতি এসভিএন ভাট্টির বেঞ্চে ডিএ মামলা উঠবে। আর এই মামলাটি ৪৫ নম্বরে আছে। এই বিষয়ে শুক্রবার শীর্ষ আদালতের তরফে কজলিস্ট প্রকাশ করা হয়। সেটা অনুযায়ী, চার নম্বর আদালতকক্ষে একেবারে শেষে রয়েছে DA মামলা। সকাল ১০ টা ৩০ মিনিট থেকে আদালতের কার্যক্রম শুরু হবে।
এই নিয়ে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় সংবাদমাধ্যমকে বলেছিলেন, ‘এ বার অন্তত শুনানির দিন ধার্য হয়েছে। গোটা কর্মচারী মহল সেই দিনটির অপেক্ষায় রয়েছেন। অনেকখানি ডিএ বকেয়া।’ এদিকে এই নিয়ে রাজ্য কর্মচারী পরিষদের সভাপতি দেবাশিস শীল বলেন, ‘আদালতের রায় ছাড়া ডিএ নিয়ে ইতিবাচক সিদ্ধান্ত সম্ভব নয়। তাই আদালতের ওই শুনানি খুবই গুরুত্বপূর্ণ। এত দিন তো শুনানির দিনই পাওয়া যাচ্ছিল না।’
ফেসবুকে এক পোস্টে মলয় মুখোপাধ্যায় লেখেন, ‘সমগ্র কর্মচারী সমাজের নয়া সাল কেমন কাটবে? তা সম্পূর্ণ নির্ভর করছে আগামী ০৭.০১.২৫ দেশের সর্বোচ্চ আদালতের উপর। এর আগের দু’বছর ২০২৩ এবং ২০২৪ (২৮.১১.২২ থেকে) ডিএ মামলা সর্বোচ্চ আদালতে বিচারবন্দি। তাই আমাদের ভয় হয়, সর্বোচ্চ আদালত কি আমাদের ২০২৫-কে আতঙ্কগ্রস্ত করে তুলবে?’
২ জানুয়ারি ডিএ মামলায় সরকারি কর্মীদের পক্ষের আইনজীবী জানান, তিনি আশাবাদী ৭ তারিখ সুপ্রিম কোর্ট এই মামলাটি শুনবে। সেদিন আবার এসএসসি মামলাও রয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত যে মামলাটি চলছে, সেটা পঞ্চম বেতন কমিশন সংক্রান্ত। ২০১৬ সাল থেকে সেই মামলা চলছে। এই মামলাটি স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল, কলকাতা হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্টে এসেছে। প্রথমে স্যাটে জয় পেয়েছিল রাজ্য সরকার। তারপর থেকে প্রতিটি ক্ষেত্রে জয় পেয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা।