Homeপশ্চিমবঙ্গজেনারেল ট্রান্সফার চালু করতে হবে, মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ সমস্যাগুলি সমাধানের আর্জি

জেনারেল ট্রান্সফার চালু করতে হবে, মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ সমস্যাগুলি সমাধানের আর্জি

বারবার দাবি তুলে ধরার পর মিউচুয়াল ট্রান্সফার প্রক্রিয়া চালুর কথা ঘোষণা করেছে শিক্ষা দপ্তর।

নিউজ ডেস্ক: বারবার দাবি তুলে ধরার পর মিউচুয়াল ট্রান্সফার প্রক্রিয়া চালুর কথা ঘোষণা করেছে শিক্ষা দপ্তর। এজন্য শিক্ষা দপ্তরকে অভিনন্দন জানিয়েছে বিভিন্ন শিক্ষক সংগঠন। কিন্তু এরপরেও বিভিন্ন সমস্যা আছে বলে মনে করছে শিক্ষক সংগঠনগুলো। যে সমস্যাগুলি এখনও রয়েছে সেগুলি দ্রুত সমাধানের জন্য আবেদন জানালে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ।

মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে বিভিন্ন সমস্যাগুলি সমাধানের আবেদন আজ জানানো হলো। মাননীয় কমিশনার অফ স্কুল এডুকেশন, মধ্যশিক্ষা পর্ষদ, প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি এবং স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে আবেদন জানিয়েছেন মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী।  

১) আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে জেনারেল ট্রান্সফার (উৎসশ্রী পোর্টালে আবেদনের ভিত্তিতে বদলি) চালু করা হোক

২) ২ এর অধিক ব্যক্তির সঙ্গে মিউচুয়াল ট্রান্সফার প্রক্রিয়া চালু করা হোক। এতে কোন অসুবিধা হবে না। বরং শিক্ষক শিক্ষাকর্মীরা বেশি সুযোগ পাবেন। এর ফলে আবেদনের ভিত্তিতে জেনারেল ট্রান্সফারের চাপ অনেকটা কমবে।

৩) পাঁচ বছরের লকিং পিরিয়ড নয়, অ্যাপ্রুভাল পাওয়ার পর মিউচুয়াল ট্রান্সফারের সুযোগ দেওয়া হোক। একাধিকবার আপোষ বদলির জন্য পাঁচ বছরের বিধি নিষেধ তুলে দিলে অনেকেই সুযোগ পাবেন এবং এর ফলে জেনারেল ট্রান্সফারে আবেদনের চাপ অনেকটা কমবে।

পড়ুন:  চাকরির খবর: রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরে কর্মী নিয়োগ চলছে! এই ভাবে আবেদন করুন

৪) সেকশন সমস্যার সমাধানে নরমাল সেকশন এবং এইচএস সেকশনের মধ্যে অনার্স/পিজি শিক্ষক-শিক্ষিকাদের মিউচুয়াল এবং জেনারেল ট্রান্সফারের ক্ষেত্রে সুযোগ দিতে হবে।

৫) মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে যাঁরা আনলকের আবেদন করেছিলেন তাঁদের আবেদন গুলি দ্রুত মঞ্জুর করে দিতে হবে।

৬) মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে পূর্বের পেন্ডিং সমস্ত কেস গুলি দ্রুত সমাধান করতে হবে।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments