Homeপশ্চিমবঙ্গSSC: বৈধ ও অবৈধদের পৃথক তালিকা আদালতে পেশ করতে হবে, বঞ্চিত যোগ্যদের...

SSC: বৈধ ও অবৈধদের পৃথক তালিকা আদালতে পেশ করতে হবে, বঞ্চিত যোগ্যদের শিক্ষক পদে নিয়োগ দিতে হবে

পুরো পরীক্ষা বাতিল, না খোঁজ ঘুষদাতাদের, শুনবে দেশের সর্বোচ্চ আদলত সুপ্রিম কোর্ট। এর আগে কলকাতা হাই কোর্ট স্কুল সার্ভিস কমিশনের ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় ২৫,৭৫৩ জন শিক্ষক ও শিক্ষাকর্মীর নিয়োগ বাতিল করে দিয়েছিল। প্রধান বিচারপতি সঞ্জীব খন্না জানিয়েছেন....

SSC শিক্ষক নিয়োগ: স্কুল সার্ভিস কমিশনের ২৬ হাজার চাকরি বাতিল মামলায় আজ শুনানির হতে চলেছে। আজ বৃহস্পতিবার মামলাটির শুনানি হবে। মামলাটি ১ নম্বর সিরিয়ালে রাখা হয়েছে। সেক্ষেত্রে সকাল ১০.৩০ নাগাদ মামলাটির শুনানি শুরু হবে। প্রধান বিচারপতির এজলাসে শুনানি হবে। 

পুরো পরীক্ষা বাতিল, না খোঁজ ঘুষদাতাদের, শুনবে দেশের সর্বোচ্চ আদলত সুপ্রিম কোর্ট। এর আগে কলকাতা হাই কোর্ট স্কুল সার্ভিস কমিশনের ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় ২৫,৭৫৩ জন শিক্ষক ও শিক্ষাকর্মীর নিয়োগ বাতিল করে দিয়েছিল। প্রধান বিচারপতি সঞ্জীব খন্না জানিয়েছেন, আগামী বৃহস্পতিবার মামলাটির শুনানি হবে।

এই নিয়ে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের (SUA) পক্ষ থেকে দাবি করা হয়েছে, এসএসসি – ২০১৬ দুর্নীতি মামলায় কোনভাবেই বৈধভাবে নিযুক্তদের বাতিল করা চলবে না ৷ অবৈধভাবে নিযুক্তদের বাতিল করে বঞ্চিত যোগ্য চাকরিপ্রার্থীদের দ্রুত নিয়োগ করতে হবে। যোগ্যদের সসম্মানে পুনর্বহাল করতে হবে৷ সিবিআইয়ের তদন্তের ভিত্তিতে দেওয়া তালিকা অনুযায়ী এসএসসি-কে বৈধ ও অবৈধভাবে নিযুক্তদের পৃথক তালিকা আদালতে পেশ করতে হবে। দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের জামিন নয়, কঠোর শাস্তি দিতে হবে।

প্রসঙ্গত উল্লেখ্য, প্রসঙ্গত উল্লেখ্য, কলকাতা হাই কোর্টের রায়ে চাকরি বাতিলের পাশাপাশি যাঁরা মেয়াদ-উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছিলেন, যাঁরা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন, তাঁদের বেতন ফেরত দেওয়ার নির্দেশও দেওয়া হয়। চার সপ্তাহের মধ্যে ১২ শতাংশ হারে সুদ-সহ বেতন ফেরত দিতে বলা হয়েছিল ওই চাকরিপ্রাপকদের। সেই বিষয়গুলিও সুপ্রিম কোর্টের নজরে আনা হয়েছিল। লোকসভা নির্বাচনের আগে এই মামলার শুনানিতে হাই কোর্টের নির্দেশের উপর অন্তর্বর্তিকালীন স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments