চাকরির খবর: ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য। পুরুলিয়ায় ১৯ অ্যাকাউন্ট্যান্ট নিয়োগ করা হবে। এই মর্মে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। পুরুলিয়া জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডিস্ট্রিক্ট কালেক্টর অফিসে ১৯ শূন্যপদে অ্যাকাউন্ট্যান্ট এবং অ্যাসিন্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট নিয়োগ করা হবে। আগ্রহী চাকরি প্রার্থীরা আবেদন করতে পারেন।
বেতন
অ্যাকাউন্ট্যান্ট পদে বেতন ১২ হাজার টাকা ও অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট পদে বেতন ১১ হাজার টাকা।
ইন্টারভিউয়ের মাধম্যে নিয়োগ
অ্যাকাউন্টসের কাজে অন্তত পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরাও আবেদন করতে পারবেন। ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
ইন্টারভিউ কেন্দ্রের ঠিকানা
চেম্বার অফ দ্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, পুরুলিয়া।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী চাকরি প্রার্থীরা www.purulia.gov.in ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করে নেবেন। নির্দিষ্ট বয়ানে পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রের স্ব-প্রত্যয়িত জেরক্স ১৯ ডিসেম্বর বিকেল ৫টার মধ্যে পৌঁছতে হবে ডিস্ট্রিক্ট পিএম পোশন সেল, পুরুলিয়া ঠিকানায়। বিস্তারিত জানতে অফিসিল ওয়েবসাইটে ভিজিট করুন।