DA NEWS: এখন চলছে ডিসেম্বর মাস। গত বছর এই সময়েই ডিএ (Dearness Allowance) বেড়েছিল বাংলার সরকারি কর্মীদের (Government Employees)। এবারেও কি তাই হবে? আশায় বুক বাঁধছেন এরাজ্যের সরকারি কর্মীরা। একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে, জানুয়ারি থেকে ফের এক দফায় রাজ্য সরকারি কর্মীদের ডিএ (DA) বাড়তে পারে। যদিও এই নিয়ে রাজ্যের তরফে কিছু বলা হয়নি এখনও।
আসলে ২০২৩ সালে অর্থাৎ গত বছর ডিসেম্বরের শেষেই রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছিল মমতা সরকার। ডিসেম্বরের ২১ তারিখ ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও সেই রকমই কিছু হতে পারে বলে মনে করছেন বাংলার সরকারি কর্মীরা। আশা করা হচ্ছে ৩-৪ শতাংশ ডিএ বৃদ্ধি করা হতে পারে
উল্লেখ্য, চলতি বছরের শুরুতেই ডিএ বৃদ্ধি পেয়েছিল। ১ জানুয়ারি থেকে ৪ শতাংশ ডিএ বাড়ানো হয়েছিল রাজ্যের কর্মীদের। এপ্রিলে ফের আরও ৪ শতাংশ ডিএ বাড়ানো হয়েছিল। সহ মিলিয়ে বর্তমানে ১৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন সরকারি কর্মীরা।
এই মুহূর্তে বাংলার সরকারি কর্মীরা ডিএ পাচ্ছেন মাত্র ১৪ শতাংশ। অন্যদিকে, কেন্দ্রীয় সরকারি কর্মীরা পাচ্ছেন ৫৩ শতাংশ। অর্থাৎ এরাজ্যের কর্মীরা ৩৯ শতাংশ ডিএ বঞ্চনার শিকার হচ্ছেন।
চলতি বছরই দু’দফায় ডিএ বৃদ্ধি করেছে রাজ্য। আগে ৬ শতাংশ করে ডিএ পাচ্ছিলেন সরকারি কর্মীরা। চলতি বছর চার শতাংশ করে দু’বার ডিএ বৃদ্ধির পর তা পৌঁছেছে ১৪ শতাংশে। এদিকে সম্প্রতি কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বেড়েছে। কেন্দ্র সরকার দীপাবলির আগে সরকারি কর্মীদের ৩% ডিএ বৃদ্ধি করেছে। আগে ৫০ শতাংশ হারে ডিএ পাচ্ছিলেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। এবারে তিন শতাংশ বৃদ্ধি পাওয়ায় ডিএ বেড়ে হয়েছে ৫৩ শতাংশ।