HomeIndiaউপ নির্বাচন ভোটের ফল: রাজ্যের 6 আসনেই সবুজ ঝড়ের ইঙ্গিত, বিরাট...

উপ নির্বাচন ভোটের ফল: রাজ্যের 6 আসনেই সবুজ ঝড়ের ইঙ্গিত, বিরাট জয়ের পথে তৃনমূল, দেখেনিন

উপ নির্বাচন ভোটের ফল: আজ রাজ্যের ছ’টি বিধানসভা আসনে উপনির্বাচনের ফলপ্রকাশ হচ্ছে৷ ইতিমধ্যেই শুরু হয়েছে ভোটগণনা ৷ প্রাথমিক ট্রেন্ড অনুসারে বিরাট জয়ের পথে রাজ্যের শাসকদল তৃনমূল কংগ্রেস। 13 নভেম্বর কোচবিহারের সিতাই, আলিপুরদুয়ারের মাদারিহাট, উত্তর 24 পরগনার হাড়োয়া ও নৈহাটি, বাঁকুড়ার তালডাংরা এবং পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর-সহ ছ’টি বিধানসভা উপনির্বাচন হয়েছে ৷ 6টির মধ্যে মাদারিহাট ছাড়া বাকি পাঁচটি বিধানসভা ছিল তৃণমূলের দখলে ৷ একটি ছিল বিজেপি’র ৷

উপনির্বাচনের ফল

নৈহাটি: ৩০ হাজার ভোটে এগিয়ে TMC
হাড়োয়া:৫২,৫৯৭ ভোটে এগিয়ে TMC
মাদারিহাট: ১৪,৬১০ ভোটে এগিয়ে TMC
সিতাই:৭৪ হাজারের বেশি ভোটে এগিয়ে TMC
মেদিনীপুর: ১৩,৭০০ ভোটে এগিয়ে TMC
তালডাংরা:৮,৮৩৬ ভোটে এগিয়ে TMC

By-Election Update: বাড়ছে তৃণমূলের ব্যবধান

  • অষ্টম রাউন্ড শেষে ৪০৪৩৬ ভোটে এগিয়ে নৈহাটি বিধান সভার তৃনমুল প্রার্থী সনৎ দে।
  • সিতাই বিধানসভা কেন্দ্রে পঞ্চম রাউন্ড শেষে তৃণমূল প্রার্থী ৬০৫৯৩ ভোটে এগিয়ে।
  • মেদিনীপুর পঞ্চম রাউন্ড গণনা শেষে তৃণমূল এগিয়ে ১৩৭১৬ ভোটে।
  • হাড়োয়ায় ৫ রাউন্ড শেষে তৃণমূল এগিয়ে ৫২,৫৯৭ ভোটে।
পড়ুন:  শিক্ষকরাই সঠিক ছিলেন! বড় ঘোষণা, পঞ্চম এবং অষ্টম শ্রেণিতে ফিরছে পাশ-ফেল

নৈহাটিতে পঞ্চম রাউন্ড শেষে 24 হাজার 911 ভোটে এগিয়ে নৈহাটির তৃণমূল প্রার্থী সনৎ দে ৷ আর হাড়োয়ায় দ্বিতীয় রাউন্ডের শেষে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শেখ রবিউল ইসলাম 22 হাজার 82 ভোটে এগিয়ে ৷ এখানে দ্বিতীয় স্থানে রয়েছে আইএসএফ প্রার্থী।

মাদারিহাট উপনির্বাচনের প্রথম রাউন্ডের শেষে 5 হাজার 271 ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টোপ্পো ৷ মেদিনীপুরেও প্রথম রাউন্ডের শেষে তৃণমূল প্রার্থী সুজয় হাজরাও এগিয়ে ৷ তৃণমূল প্রার্থী পেয়েছেন 7 হাজার 48 ৷ বিজেপি প্রার্থী পেয়েছেন 5 হাজার 501 ৷ সিপিআই প্রার্থী পেয়েছেন 703 ৷ তৃণমূল প্রার্থী এগিয়ে 1 হাজার 583 ভোটে। এখনও পর্যন্ত 6 বিধানসভা আসনেই এগিয়ে তৃণমূল ৷

পড়ুন:  দেশের 1 কোটি যুবক মাসে মাসে পাবেন 5000 টাকা, কীভাবে PM ইন্টার্নশিপ স্কিমে নিবন্ধন করবেন? জেনেনিন বিস্তারিত

তালডাংরায় প্রথম রাউন্ডের শেষে 3 হাজার 300 ভোটে এগিয়ে তৃণমূল ৷ নৈহাটিতে তৃতীয় রাউন্ডের শেষে 14 হাজার 690 ভোটে এগিয়ে তৃণমূল ৷ সিতাইয়ে 15 হাজার 300 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস ৷

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments