লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প: রাজ্যে ক্ষমতায় আসার পর একের পর এক প্রকল্পের ঘোষনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা সরকারের জনপ্রিয় প্রকল্পের মধ্যে আছে বার্ধক্য ভাতা, কন্যাশ্রী, তরুণের স্বপ্ন সহ আরও বেশকিছু।
যদিও এই সকল প্রকল্পের মধ্যে সব থেকে বেশি খ্যাতি পেয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। ২৫ বছর থেকে ৬০ বছর বয়স পর্যন্ত মহিলারা পেয়ে থাকেন এই টাকা।
এই লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের মাধ্যমে বর্তমানে সাধারণ মহিলারা ১০০০ এবং তপসিলি ও উপজাতির মহিলারা ১২০০ টাকা করে পান।
লক্ষ্মীর ভাণ্ডার পেতে গেলে প্রয়োজন নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর। সিঙ্গের অ্যাকাউন্ট হলে তবেই মিলবে এই ভাতার টাকা। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় আপডেট এল সামনে। ট্যাব কেলেঙ্কারির পর থেকে নড়েচড়ে বসেছে প্রশাসন। চালু করতে চলেছে নয়া নিয়ম।
ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে হলে মানতে হবে এই বিশেষ নিয়ম। তা না বলে বন্ধ হয়ে যেতে পারে লক্ষ্মীর ভাণ্ডার। বিশেষ করে যাদের পুরনো অ্যাকাউন্ট তারা সতর্ক হন। দ্রুত আপনার আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করিয়ে নিন। তা না হলে পড়তে পারেন সমস্যায়। বন্ধ হয়ে যেতে পারে লক্ষ্মীর ভাণ্ডার।
লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পেতে হলে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করাতে হবে। এরই সঙ্গে ব্যাঙ্কে আপনার আধার কার্ডের জেরক্স, ব্যাঙ্কের পাস বইয়ের জেরক্স দিতে হবে। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করানো না হয়ে থাকে তাহলে দ্রুত করিয়ে নিন। পরে সমস্যা তৈরি হতে পারে।