Homeপশ্চিমবঙ্গবিরাট সিদ্ধান্ত মমতার! জমি দিয়ে বাড়ি তৈরি করে দেবে রাজ্য, কারা পাবেন...

বিরাট সিদ্ধান্ত মমতার! জমি দিয়ে বাড়ি তৈরি করে দেবে রাজ্য, কারা পাবেন জমি ও টাকা? জেনেনিন এক ক্লিকেই

বাড়ি তৈরি করার জন্য রাজ্য নিজের কোষাগার থেকে একশো শতাংশ টাকা দিচ্ছে। এই প্রকল্পে বাড়ি তৈরির জন্য ১ লক্ষ ২০ হাজার টাকা করে দেওয়া হয়। কোনও ভূমিহীন পরিবার যাতে বঞ্চিত না হন সেটা নিশ্চিত করতেই...

নিউজ ডেস্ক: এবার বিরাট সিধান্ত নিতে চলেছে রাজ্য সরকার। ভূমিহীনদের জমি দিয়ে বাড়ি তৈরির পরিকল্পনা করছে রাজ্য, সমীক্ষা করে দেওয়া হবে টাকা। জমি নেই, কিন্তু আবাস যোজনায় বাড়ি পাওয়ার যোগ্য এমন উপভোক্তাদের এবার থেকে জমির পাট্টা দেওয়া হবে। শুধু তাই নয়, জমি দেওয়ার পর বাড়ি তৈরি করার টাকা তুলে দেওয়া হবে। 

আসলে গ্রামবাংলার নানা প্রান্তে আবাস যোজনার বিষয়ে তথ্য যাচাই করতে গিয়ে দেখা যাচ্ছে অনেকেরই আর্থ–সামাজিক যা অবস্থা তাঁদের সেটা অনুযায়ী মাথার উপর ছাদ পাওয়া উচিত, কিন্তু জমি নেই। এই ধরনের মানুষজনকে জমির পাট্টা দিয়ে তাঁদের আবাস যোজনার টাকা তুলে দেওয়ার পরিকল্পনা নিয়েছে নবান্ন বলে সূত্রের খবর।

যোগ্যরা যাতে টাকা পায় তার জন্ম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক কর্তাদের নির্দেশও দিয়েছেন। ভূমিহীনদের বাড়ি তৈরির বিষয়টি নিয়েও নির্দেশ দেওয়া হচ্ছে বলে জানা গেছে। তবে এই নিয়ে কোনও সরকারি বিজ্ঞপ্তি এখনও প্রকাশ করা হয়নি।

বাড়ি তৈরি করার জন্য রাজ্য নিজের কোষাগার থেকে একশো শতাংশ টাকা দিচ্ছে। এই প্রকল্পে বাড়ি তৈরির জন্য ১ লক্ষ ২০ হাজার টাকা করে দেওয়া হয়। কোনও ভূমিহীন পরিবার যাতে বঞ্চিত না হন সেটা নিশ্চিত করতেই এমন উদ্যোগ নিতে চাইছে রাজ্য সরকার।

যাঁদের জমি নেই তাঁদের চিহ্নিত করা হচ্ছে। এই ভূমিহীনদের তালিকা অতিরিক্ত জেলাশাসক (ভূমি রাজস্ব) এবং ডিএলএলআরও’‌দের কাছে জমা দিতে বলা হয়েছে। তাঁরাই জমি দেওয়ার ক্ষেত্রে সিদ্ধান্ত নেবেন।

পড়ুন:  ডিসেম্বরেই দেওয়া হবে ১ লক্ষ ২০ হাজার টাকা! এই প্রকল্পে টাকা দেবে রাজ্য সরকার! কাদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা? জেনেনিন

এই বিষয়ে রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার বলেছেন, ‘‌মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যে সমস্ত পরিবার আবাসের জন্য যোগ্য অথচ ভূমিহীন বলে টাকা পাচ্ছেন না তাঁদের ক্ষেত্রে চেষ্টা করা হবে নিকট স্থানে সরকারের খাস জমি থাকলে তাঁদের যাতে জমি দেওয়া হয়।’‌

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!