নিউজ ডেস্ক: তবে কি সরকারি কর্মীদের অবসরের বয়স বেড়ে ৬২ বছর করা হচ্ছে? সম্প্রতি একটি পোস্ট ভাইরাল হচ্ছে সোস্যাল মিডিয়ায়। সেখানেই দাবি করা হচ্ছে, সরকারি কর্মীদের অবসরের বয়স বাড়ানো হয়েছে। কেন্দ্রীয় ক্যাবিনেট এই সিদ্ধান্তে স্বীকৃতি দিয়েছে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই পোস্ট নিয়ে জল্পনা-গুঞ্জন শুরু হয়েছে। এরপরেই প্রেস ইনফরমেশন ব্যুরোর তরফে উত্তর দেওয়া হল। সরকারের তরফে জানানো হল, এমন কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। অবসরের বয়স ৬০ থেকে বাড়িয়ে ৬২ বছর করা হয়নি।
कई दिनों से भारत सरकार का आदेश सोशल मीडिया पर वायरल हो रहा था कि सरकारी कर्मचारियों की आयु सीमा बढ़ाकर 60 से 62 वर्ष कर दी गई है। भारत सरकार ने केंद्रीय कर्मचारियों की रिटायरमेंट आयु में 2 साल की वृद्धि करने का निर्णय लिया है। PIB ने फ़ैक्ट चेक करके बताया कि यह दावा पूरी तरह से… pic.twitter.com/Pq3HdxfGoZ
— Deoki Nandan Mishra (@mishradeoki) November 19, 2024
এই নিয়ে পিআইবি-র তরফে জানানো হয়েছে, ২০২৩ সালেই লোকসভায় কেন্দ্র জানিয়েছিল যে এই ধরনের কোনও প্রস্তাবনা বিবেচনা করা হচ্ছে না। সুতরাং, যে পোস্টটি ভাইরাল হচ্ছে তার কোনও সত্যতা নেই।।অবসরের বয়স বাড়ানোর খবর আসলে সম্পূর্ণ মিথ্যা। সম্প্রতি হয়ে যাওয়া ক্যাবিনেট বৈঠক বা সপ্তম পে কমিশনের তরফে অবসরের বয়স বাড়ানোর কোনও প্রস্তাবনা আনাও হয়নি।