Homeপশ্চিমবঙ্গDA Hike: তবে কি ডিসেম্বরেই ডিএ বাড়বে বাংলার সরকারি কর্মচারীদের? ২০ শতাংশের...

DA Hike: তবে কি ডিসেম্বরেই ডিএ বাড়বে বাংলার সরকারি কর্মচারীদের? ২০ শতাংশের ঘরে পৌঁছাবে? বাড়ছে জল্পনা

পশ্চিমবঙ্গে কবে সপ্তম বেতন কমিশন কার্যকর হবে, সে বিষয়ে আপাতত কিছু জানানো হয়নি। পশ্চিমবঙ্গে ষষ্ঠ বেতন কমিশন কার্যকর হয়েছে ২০২০ সালের জানুয়ারি থেকে। তার আগে ২০১৯ সালের সেপ্টেম্বরে মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন...

নিউজ ডেস্ক: সদ্যই ৩ শতাংশ মহার্ঘ ভাতার (DA) ঘোষণা করেছে কেন্দ্র সরকার। এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ ৫০ শতাংশ থেকে বেড়ে ৫৩ শতাংশ হয়েছে। কেন্দ্রের ঘোষণার পরেই বিভিন্ন রাজ্য তাঁর কর্মীদের জন্য ডিএ ঘোষনা করছে। তবে এরাজ্যের সরকারি কর্মীদের ডিএ নিয়ে কোনও উচ্চবাচ্য করছে না রাজ্য সরকার। এখন জল্পনা চলছে তবে কি ডিসেম্বরেই পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) বাড়ানোর ঘোষণা করা হবে? আর সেই ঘোষণার ফলে রাজ্য সরকারি কর্মচারীদের প্রাপ্ত মহার্ঘ ভাতা কি ২০ শতাংশে পৌঁছাবে?২০২৩ সালের ট্রেন্ড দেখে তেমনই আশায় আছেন কেউ-কেউ।

এর আগে ২০২৩ সালের ডিসেম্বরে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধির ঘোষণা করেছিলেন রাজ্যের  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যা কার্যকর হয়েছিল ২০২৪ সালের জানুয়ারি থেকে। সেই ঘোষণার ফলে ২০২৪ সালের জানুয়ারি থেকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা ১০ শতাংশ হারে ডিএ পাচ্ছিলেন। তারপর এপ্রিল থেকে আরও চার শতাংশ ডিএ বাড়ানো হয়েছে। এই মুহূর্তে এরাজ্যের সরকারি কর্মীরা মোট ১৪ শতাংশ ডিএ পাচ্ছেন।

যদিও আদৌও ডিএ ঘোষনা হবে কিনা, তা স্পষ্ট নয়। বিষয়টি নিয়ে রাজ্য সরকার এখনও পর্যন্ত কিছুই জানায়নি। সাধারণত কেন্দ্রীয় সরকার বছরে দু’বার মহার্ঘ ভাতা বাড়িয়ে থাকে। একবার জানুয়ারিতে ডিএ বাড়ানো হয়। যে ঘোষণা করা হয় মার্চে। আর দ্বিতীয় দফায় ডিএ বাড়ানো হয় জুলাইয়ে। যে ঘোষণা সাধারণত করা হয় সেপ্টেম্বর-অক্টোবরে।

এই মুহূর্তে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ১৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা। সেখানে সপ্তম বেতন কমিশনের আওতায় ৫৩ শতাংশ হারে ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। অষ্টম বেতন কমিশন নিয়ে জল্পনা চলছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য।

তবে পশ্চিমবঙ্গে কবে সপ্তম বেতন কমিশন কার্যকর হবে, সে বিষয়ে আপাতত কিছু জানানো হয়নি। পশ্চিমবঙ্গে ষষ্ঠ বেতন কমিশন কার্যকর হয়েছে ২০২০ সালের জানুয়ারি থেকে। তার আগে ২০১৯ সালের সেপ্টেম্বরে মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন, ষষ্ঠ বেতন কমিশন যে সুপারিশ করেছে, সেটার প্রতিটি মেনে নিচ্ছেন। 

পড়ুন:  Government Holiday: বছর শেষে দুর্দান্ত উপহার নবান্নের, এই সরকারি কর্মচারীরা পাবেন টানা ১৫ দিন ছুটি
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments