SSC শিক্ষক নিয়োগ: ‘স্কুল বাছাইয়ের সুযোগ পাবেন…’, শিক্ষক নিয়োগ নিয়ে যা জানালেন এসএসসির আধিকারিক

কাউন্সেলিংয়ে স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) অফিসে এসেও বাড়ি থেকে দূরে এবং পছন্দমতো স্কুল না–হওয়ায় তিন জন চাকরির সুপারিশপত্রই নেননি। অর্থাৎ মোট ১৪৪ জন স্কুল নিলেন না।

2837
এসএসসি SSC শিক্ষক

SSC শিক্ষক নিয়োগ: আদালতের নির্দেশ মেনে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলছে। এই মুহূর্তে চলছে দ্বিতীয় দফার কাউন্সেলিং। সোমবার বাংলা মাধ্যমে উচ্চ প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগের প্রথম দিনের কাউন্সেলিংয়ে গরহাজির থাকলেন মোট ১৪১ জন। আবার কাউন্সেলিংয়ে স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) অফিসে এসেও বাড়ি থেকে দূরে এবং পছন্দমতো স্কুল না–হওয়ায় তিন জন চাকরির সুপারিশপত্রই নেননি। অর্থাৎ মোট ১৪৪ জন স্কুল নিলেন না।

পড়ুন:  SSC কাণ্ডে শুধু মেদিনীপুরেই সাড়ে তিন হাজার চাকরি দিয়েছিলেন শুভেন্দুই, বিরাট অভিযোগ কল্যাণের

এই বিষয়ে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জা‍নান, সোমবার বাংলা ও ইংরেজি মিলিয়ে মোট ৭০৭ জনকে কাউন্সেলিংয়ে ডাকা হয়েছিল। তার মধ্যে ১৪১ জন অনুপস্থিত ছিলেন। তিন জন সুপারিশপত্র গ্রহণ করেননি।

উপ–নির্বাচনের জন্য আজ মঙ্গল ও কাল, বুধবার কাউন্সেলিং হবে না। ১৪ তারিখ পরবর্তী কাউন্সেলিংয়ে ৭০৭ জনকে ডাকা হয়েছে।

পড়ুন:  শিক্ষক নিয়োগ: শিক্ষা দফতরের নতুন নিয়ম, বাইরে থেকে B.Ed এবং D.EL.ED তে বেশি নম্বর পেয়েও নিয়োগ নাও পেতে পারেন

প্রসঙ্গে কমিশনের এক আধিকারিক বলেন, ‘বিষয়বিত্তিক সংশ্লিষ্ট প্রার্থীদের ব়্যাঙ্ক, ক্যাটিগরি ও জাতিগত সংরক্ষণের ভিত্তিতে স্কুল বাছাইয়ের অপশন দেওয়া হচ্ছে। তাঁরা সেইমতো স্কুল বাছাইয়ের সুযোগ পাবেন।’

বাংলা বিষয়ে ৩৫০ জনকে কাউন্সেলিংয়ের জন্য ডাকা হয়েছিল। এই প্রার্থীদের মধ্যে অনুপস্থিত ও প্রত্যাখান করা প্রার্থীর সংখা ৬৮ জন। এদিন ইংরেজি বিষয়ের জন্য মোট ৩৫৭ জনকে ডাকা হয়েছিল। অনুপস্থিত ও প্রত্যাখান করা প্রার্থীর সংখা মোট ৭৬ জন। অর্থাৎ মোট অনুপস্থিত ১৪৪ জন। 

পড়ুন:  Big News: ‘আপনাকে এখনি আদালত থেকে বার করে দেব’, মুখ্যমন্ত্রী মমতার পদত্যাগের কথা বলতেই আইনজীবীকে "সুপ্রীম ধমক "

এর আগে প্রথম দফার কাউন্সেলিং শেষে সুপারিশ পত্র পেয়েছিলেন মোট ৫০৯ জন চাকরিপ্রার্থী। স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর কাউন্সেলিংয়ের জন্য ডাকা হয়েছিল মোট ৬৫৮ জনকে। যার মধ্যে অনুপস্থিত ছিলেন ১৪৭ জন এবং কাউন্সেলিংয়ে এসেও সুপারিশ পত্র নেন্নি দু’জন। মোট উপস্থিত ছিলেন ৫০৯ জন।