HomeIndia69000 শিক্ষক নিয়োগ: সুপ্রিম কোর্টে শুনানি হয়নি, প্রার্থীরা হতাশ, দীপাবলির পরে এই...

69000 শিক্ষক নিয়োগ: সুপ্রিম কোর্টে শুনানি হয়নি, প্রার্থীরা হতাশ, দীপাবলির পরে এই তারিখে হবে শুনানি

মঙ্গলবারও সুপ্রিম কোর্টে ৬৯ হাজার শিক্ষক নিয়োগ মামলার শুনানি হয়নি। এ কারণে সংরক্ষিত ও অসংরক্ষিত উভয় বিভাগের প্রার্থীরা হতাশ।

নিউজ ডেস্ক: মঙ্গলবারও সুপ্রিম কোর্টে ৬৯ হাজার শিক্ষক নিয়োগ মামলার শুনানি হয়নি। এ কারণে সংরক্ষিত ও অসংরক্ষিত উভয় বিভাগের প্রার্থীরা হতাশ। এবার এই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে দীপাবলির পর ১১ নভেম্বর। নতুন তারিখে তারা ন্যায়বিচার পাবেন বলে আশা প্রকাশ করেছেন প্রার্থীরা। এলাহাবাদ হাইকোর্ট ৬৯ হাজার শিক্ষকের চাকরি বাতিল করে নতুন করে মেধাতালিকা প্রকাশ করার নিদের্শ দিয়েছিল।

অমরেন্দ্র প্যাটেল, যিনি সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের নেতৃত্ব দিচ্ছেন, বলেছেন যে আজ আমাদের মামলাটি 40 নম্বরে নথিভুক্ত ছিল। আইনজীবীরা মামলার বিষয়ে প্রধান বিচারপতিকে (সিজেআই) অবহিত করলে তিনি পরবর্তী তারিখে বিষয়টির শুনানি করতে বলেন। শুনানি না হওয়ায় সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা হতাশ।

প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ 9 সেপ্টেম্বর শুনানির পরে এই মামলায় 13 আগস্ট লখনউ হাইকোর্টের ডাবল বেঞ্চের আদেশ স্থগিত করেছিল। ২৩শে সেপ্টেম্বর শুনানির দিন ধার্য করা হলেও শুনানি হতে পারেনি। এরপর মামলার পরবর্তী তারিখ ছিল ১৫ অক্টোবর। এর আগে 13 আগস্ট, অসংরক্ষিত বিভাগের কিছু প্রার্থী সুপ্রিম কোর্টে লখনউ হাইকোর্টের ডাবল বেঞ্চের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছিলেন।

বিনয় পান্ডে, যিনি অসংরক্ষিত বিভাগের প্রার্থীদের পক্ষে লড়াই করছেন, বলেছেন যে আজ শুনানি হয়নি। পরবর্তী তারিখ ১১ নভেম্বর। বর্তমানে ৬৯ হাজার শিক্ষক নিয়োগ সংক্রান্ত প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে না। আজ শুনানি না হওয়ায় কিছুটা হতাশ আমরা। তবে, উভয় পক্ষই এখনও সুপ্রিম কোর্ট থেকে ন্যায়বিচারের পূর্ণ আশা রাখে। উল্লেখ্য, সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা ৬৯ হাজার শিক্ষক নিয়োগ নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন-বিক্ষোভ করে আসছেন।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!