HomeIndiaRatan Tata News: ভালো নেই রতন টাটা! শারীরিক অবস্থা 'সঙ্কটজনক', হাসপাতালে ভর্তি...

Ratan Tata News: ভালো নেই রতন টাটা! শারীরিক অবস্থা ‘সঙ্কটজনক’, হাসপাতালে ভর্তি নিয়ে যা জানা যাচ্ছে

ভালো নেই শিল্পপতি রতন টাটা। সংবাদ সংস্থা IANS জানিয়েছে, মুম্বইয়ের হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। শারীরিক অবস্থা 'সঙ্কটজনক' বলেই জানা গিয়েছে।

Ratan Tata News Update: ভালো নেই শিল্পপতি রতন টাটা। সংবাদ সংস্থা IANS জানিয়েছে, মুম্বইয়ের হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। শারীরিক অবস্থা ‘সঙ্কটজনক’ বলেই জানা গিয়েছে। এর আগে চিন্তার কারণ নেই বলে নিজেই আশ্বস্ত করেছিলেন। তবে এখন জানা যাচ্ছে, স্বাস্থ্যের অবনতি হয়েছে, ‘সঙ্কটজনক’ রতন টাটা! IANS জানিয়েছে, মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি রয়েছেন রতন টাটা।

Ratan Tata

রতন টাটার এক সহযোগীকে উদ্ধৃত করে IANS লেখে, ‘উনি হাসপাতালে রয়েছেন এখন। আগামী কাল (বৃহস্পতিবার) সকালে আনুষ্ঠানিক ভাবে বিবৃতি প্রকাশ করব আমরা’।

খবর মিলেছে, সেই অনুযায়ী, দু’দিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এর পর আর আপডেট নেই। এই নিয়ে TATA Group-এর অন্দরে তো বটেই, ভারতীয় শিল্প মহল, রাজনৈতিক মহলেও চর্চা শুরু হয় সেই নিয়ে। সাধারণ মানুষও প্রবীণ শিল্পপতির স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। সেই আবহে বার্তা প্রকাশ করে সকলকে আশ্বস্ত করেন ৮৬ ববছর বয়সি শিল্পপতি। 

এর আগে নিজের বিবৃতিতে রতন টাটা জানিয়েছিলেন, বার্ধক্যজনিত কারণে রুটিন চেকআপের জন্য হাসপাতালে গিয়েছেন তিনি। লিখিত বার্তা ছিল এইরূপ, ‘আমার স্বাস্থ্য নিয়ে যে গুঞ্জন ছড়িয়েছে, আমি সে ব্যাপারে ওয়াকিবহাল। সকলকে আশ্বস্ত করে বলছি, এগুলি ভিত্তিহীন গুজব। বার্ধক্যজনিত কারণে এবং সেই সংক্রান্ত অসুস্থার জন্য রুটিন চেকআপ করাতে এসেছি। উদ্বেগের কোনও কারণ নেই। আমি ভাল আছি। সাধারণ মানুষ এবং সংবাদমাধ্যমকে বলব, ভুয়ো খবর ছডানো থেকে বিরত থাকুন’।

পড়ুন:  ভয়ঙ্কর বেকারত্ব! ঝাড়ুদার পদে ৪৬ হাজার স্নাতক-স্নাতকোত্তর সহ ৩.৯৫ লক্ষ প্রার্থীর আবেদন, বেতন ১৫ হাজার

কিন্তু এখন শোনা যাচ্ছে, রতন টাটার স্বাস্থ্যের অবনতি হয়েছে। ‘সঙ্কটজনক’ অবস্থা হাসপাতালের ICU-তে ভর্তি রয়েছেন তিনি। IANS-এর তরফে আলাদা করে TATA Group-এর সঙ্গে যোগাযোগ করা হলে, তাঁরা বিষয়টি স্বীকারও করেননি, আবার অস্বীকারও করেননি। 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!