Homeভারতএবার এই শিক্ষকদের বেতন একলাফে বাড়ল ৫ হাজার টাকা, বাড়ল EPF-ও

এবার এই শিক্ষকদের বেতন একলাফে বাড়ল ৫ হাজার টাকা, বাড়ল EPF-ও

নিউজ ডেস্ক: তাঁরা মানুষ গড়ার কারিগর হলেও বেতন ছিল যৎসামান্য। বেতন বাড়ানোর দীর্ঘদিনের দাবি চল। শেষমেষ শিক্ষকদের বেতন একলাফে বাড়ল ৫ হাজার টাকা। হাসি ফুটল শিক্ষকদের। তবে পশ্চিমবঙ্গের শিক্ষকদের এই বেতন বাড়ছে না। জুনিয়র শিক্ষকদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে আমাদের পড়শি রাজ্য ওড়িশার সরকার। জুনিয়র শিক্ষকদের বেতন একলাফে ৫ হাজার টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল।

শুক্রবার ওড়িশার মুখ্যমন্ত্রীর অফিস থেকে এই সংক্রান্ত একটি বিবৃতি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, জুনিয়র শিক্ষকদের বেতন ১১ হাজার থেকে বেড়ে হচ্ছে ১৬ হাজার টাকা। এই ঘোষণার ফলে সেরাজ্যের ১৩ হাজার ৭৪০ জন শিক্ষক উপকৃত হবেন। 

মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি এই প্রস্তাবে সিলমোহর দিয়েছেন বলে বিবৃতিতে বলা হয়েছে। এর ফলে ওড়িশা সরকারের অতিরিক্ত ৮৯.১৫ কোটি টাকা খরচ বাড়ছে।

শুধু বেতন বাড়ানোই নয়, জুনিয়র শিক্ষকদের EPF-এ সরকার যে টাকা দেয়, তাও বারানো হচ্ছে। আগে জুনিয়র শিক্ষকদের EPF-ও তে ১৪৪৩ টাকা দিত রাজ্য সরকার। এবার থেকে ১৯৫০ টাকা দেবে রাজ্য। দুদিন আগেই অষ্টম বেতন কমিশন গঠনে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এবার ওড়িশার জুনিয়র শিক্ষকদের জন্য খুশির খবর এল। 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments