SSC: সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কালই ‘দাগি শিক্ষকদের’ তালিকা দিচ্ছে এসএসসি, বড় খবর সামনে এল

1944
SSC এসএসসি শিক্ষক নিয়োগ

নিউজ ডেস্ক: স্কুল সার্ভিস কমিশন সংক্রান্ত একটি বড় খবর সামনে এল। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কালই ‘দাগি শিক্ষকদের’ তালিকা দিচ্ছে স্কুল সার্ভিস কমিশন (SSC)। আদালতে এমনটাই জানালেন এসএসসি। 

এর আগে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল নতুন নিয়োগ প্রক্রিয়ায় কোনো “অযোগ্য” প্রার্থী যেন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে না পারে। বৃহস্পতিবারই শীর্ষ আদালত ৭ দিনের মধ্যে ‘দাগি’দের তালিকা প্রকাশ করতে হবে বলে SSC-কে স্পষ্ট নির্দেশ দেয়। যদিও ৭ দিন নয়, আগামীকালই সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে দাগি শিক্ষকদের তালিকা দেবে SSC। সর্বোচ্চ আদালতে এদিন জানিয়ে দিলেন SSC-র আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

আগামী ৭ এবং ১৪ সেপ্টেম্বর নির্ধারিত দিনেই স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি পরীক্ষা হবে। শুক্রবার জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চের নির্দেশ, ‘দাগি’ অযোগ্য প্রার্থীরা পরীক্ষায় বসতে পারবেন না। সে বিষয়টি নিশ্চিত করতে হবে এসএসসি কর্তৃপক্ষকেই।

সুপ্রিম কোর্ট জানিয়েছে, ‘যাঁরা সুপ্রিম কোর্টের নির্দেশে ৩১ ডিসেম্বর পর্যন্ত চাকরি করছেন, তাঁরা , নবম-দশম এবং একাদশ দ্বাদশ , দুটি নিয়োগ প্রক্রিয়াতেই অংশ নিতে পারবেন।’ আদালতে কমিশন সওয়াল করে, ‘অযোগ্য কেউ যদি ইতিমধ্যে আবেদনপত্র দাখিল করেন, সেক্ষেত্রেও তিনিও অযোগ্য বলে বিবেচিত হবেন’।  

পড়ুন:  'ডিএ দয়ার দান নয়, রাজ্য সরকারি কর্মচারীদের অধিকার, মান্যতা দিয়েছে রাজ্যই', তবে বকেয়া DA কী হবে?

এর আগে SSC-র আইনজীবীর উদ্দেশে বিচারপতি বলেন, ‘আপনাদের কাছে ‘অযোগ্য’ প্রার্থীদের তালিকা রয়েছে। আপনারা যদি ওই প্রার্থীদের ছাড় দেন, তাহলে তার ফল ভুগতে হবে।’ বিচারপতি প্রশ্ন করেন, ‘অযোগ্য’ প্রার্থীদের  জন্য কেন হাইকোর্টে গেছে SSC?  এবার আদালতের নির্দেশ মেনে অযোগদের তালিকা আগামীকালই প্রকাশ করবে এসএসসি। 

পড়ুন:  SSC ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল ও ওবিসি মামলার শুনানি কি হল? আপডেট জেনেনিন

এদিকে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পুরনো চাকরি ফিরে পাচ্ছেন ৪২০০ চাকরিহারা শিক্ষকরা! ছাড়পত্র দিল পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দফতর। নতুন ভাবে শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর নেবে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। তার আগেই তাঁদের পুরনো চাকরিতে ফিরিয়ে দেওয়ার নির্দেশ শুক্রবার দিল রাজ্য স্কুল শিক্ষা দফতর।

পড়ুন:  বিরাট স্বস্থি রাজ্যের! অতিরিক্ত শূন্যপদ তৈরির ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট, স্বস্তিতে মমতা