ওবিসি সমস্যা মিটতেই স্কুলে স্কুলে প্রধানশিক্ষক এবং শিক্ষক নিয়োগের তোড়জোড় শুরু রাজ্যের

2273
শিক্ষক বেতন স্কেল

শিক্ষক নিয়োগ: নতুন ওবিসি তালিকা তৈরি করা হয়েছে। এবার স্কুলে স্কুলে প্রধানশিক্ষক এবং শিক্ষক নিয়োগের তোড়জোড় শুরু করে দিল রাজ্য সরকার। রাজ্যের ১৪৯টি সরকারি স্কুলে ১২১০টি শূন্যপদে নিয়োগ দীর্ঘ দিন ধরে থমকে ওবিসি জটের কারণে। আদালতের নির্দেশ মেনে সম্প্রতি রাজ্য নতুন একটি সংশোধিত তালিকা তৈরি করেছে। এবার নিয়োগ তৎপরতা শুরু করছে রাজ্য সরকার।

পড়ুন:  পড়ুয়ার অনুপাতে শিক্ষক নিয়ে স্কুলে স্কুলে রিপোর্ট তলব শিক্ষাদপ্তরের, তবে কি নতুন শিক্ষক নিয়োগ?

জানা যাচ্ছে, প্রধানশিক্ষক এবং শিক্ষকের একাধিক শূন্যপদে নিয়োগের কথা পাবলিক সার্ভিস কমিশনকে বলা হয়েছে। শীঘ্রই তারা নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে পারে। স্কুলশিক্ষা দফতর থেকে পাবলিক সার্ভিস কমিশনের কাছে দ্রুত নিয়োগের আবেদন জানানো হয়েছে।

অনেক স্কুলে প্রধানশিক্ষকই নেই। বিভিন্ন বিষয়ের সহকারী শিক্ষকের পদও অনেক স্কুলে ফাঁকা পড়ে আছে। সূত্রের খবর, আপাতত ৪১টি স্কুলে ৩৬ জন প্রধানশিক্ষক এবং দু’জন প্রধানশিক্ষিকার পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হবে। বাকি পদগুলিতেও ধীরে ধীরে নিয়োগের প্রক্রিয়া চালু হবে।

পড়ুন:  ছুটির তালিকা ঘোষণার মধ্যেই বাংলার সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা নিয়ে এল বিশেষ বার্তা

প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্য সরকারের নতুন তালিকায় ওবিসি হিসাবে চিহ্নিত করা হয়েছে ১৪০টি জনগোষ্ঠীকে। আরও অনগ্রসর বা ওবিসি-এ তালিকায় ৪৯টি এবং অনগ্রসর বা ওবিসি-বি তালিকায় ৯১টি জনগোষ্ঠীর নাম রয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আর্থিক অনগ্রসরতার ভিত্তিতে সমীক্ষা করে এই তালিকা প্রস্তুত করা হয়েছে। এর সঙ্গে ধর্মের কোনও সম্পর্ক নেই।