অসাধারণ: কোনো কোচিং ছাড়াই WBCS গ্রুপ A আধিকারিক হয়ে চমক দেখালেন অনিমেষ

8844

কলকাতা, ০৭ জুন ২০২৫: প্রকাশিত হয়েছে WBCS গ্রূপ A পরীক্ষার চূড়ান্ত ফল। WBCS পরীক্ষায় সফল হয়ে গ্রুপ A অফিসার হলেন ঘাটালের অনিমেষ পাণ্ডা, বাড়ি কোন্নগরে। পিতার নাম তাপস পাণ্ডা। জানা গিয়েছে ঘাটালে আর্থিক অনটনের সাথেই বড় হয়েছেন অনিমেষবাবু। কোনো কোচিং ছাড়াই নিজেই পরীক্ষার প্রস্তুতি চালিয়েছেন।

পিএসসির WBCS গ্রুপ A ফল ঘোষণা: 

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের তরফে জারি করা A-51-P.S.C.(A) নম্বরের বিজ্ঞপ্তিতে (০৫ জুন, ২০২৫) নামসহ মোট ১৫৩ জন প্রার্থীর নিয়োগের সুপারিশ করা হয়েছে। অনিমেষ পাণ্ডা রাজস্ব বিভাগে সুপারিশ পেয়েছেন। 

এর আগে WBCS গ্রুপ C পরীক্ষায় সফল হয়ে ট্যাক্স অফিসার হিসেবে তমলুকে ১ বছর পোষ্টিং ছিলেন। এবার WBCS গ্রুপ A পরীক্ষায় সফল হয়ে অর্থ দপ্তরের রেভিনিউ সার্ভিসের অ্যাসিস্টেন্ট কমিশনার পদে যোগ দেবেন অনিমেশ পাণ্ডা। 

পড়ুন:  Big News: উচ্চ প্রাথমিকে ১৪০৫২ শিক্ষক নিয়োগ ছিল পাকা, এবার সুপ্রিম কোর্টে মামলা নিয়ে বড় খবর এল, নিয়োগ কি হবে?

পড়াশোনা:

ঘাটাল বিদ্যাসাগর হাইস্কুল থেকে ২০১২ সালে মাধ্যমিক ও ২০১৪ সালে উচ্চমাধ্যমিক পাশ, ২০১৯ সালে কম্পিউটার সায়েন্সে বিটেক করেন। উচ্চমাধ্যমিকের পর নিজের পড়ার খরচ টিউশন পড়িয়ে নিজেই চালিয়ে নিতেন। বিটেক করার পর থেকে লক্ষ্য ছিল WBCS অফিসার হওয়া। কোনো কোচিং ছাড়াই নিজেই পরীক্ষার প্রস্তুতি চালিয়েছেন। WBCS পরীক্ষায় তার Rank – ২৪, এবং রেভিনিউ সার্ভিসের Rank – ৪।

পড়ুন:  WBCS EXAM 2024: ডব্লিউবিসিএস পরীক্ষা সম্পর্কে বিস্তারিত তথ্য, যোগ্যতা, পরীক্ষার নতুন প্যাটার্ন, সিলেবাস, কোন কোন পদে চাকরি

প্রেক্ষাপট:  

পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস (এক্সিকিউটিভ) ইত্যাদি পরীক্ষা, ২০২২ (WBCS Gr ‘A’ services – Advt. No.02/2022)-এর মাধ্যমে বিভিন্ন গ্রুপ ‘এ’ পরিষেবায় চাকরির সুপারিশ করে থাকে। রাজস্ব পরিষেবা WBCS পরীক্ষার মাধ্যমেই নিয়োগপ্রাপ্ত একটি মর্যাদাপূর্ণ গ্রুপ ‘এ’ ক্যাডার।

অনিমেষের এই সাফল্যে দারুন খুশি তাঁর পরিবার। রাজ্য প্রশাসনে তাঁর নতুন ভূমিকায় সাফল্য ও দায়িত্বশীলতা কামনা করছেন সহকর্মী ও স্থানীয় বাসিন্দারা।

পড়ুন:  SSC: বেআইনি নোটিস বেআইনি গেজেট প্রকাশ করেছে! রাষ্ট্রপতির ঘরে পৌঁছে গেল ‘যোগ্য’দের চিঠি