নিউজ ডেস্ক: মাধ্যমিক পরীক্ষা নিয়ে গুরুত্বপুর্ণ বিজ্ঞপ্তি দিল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। এবারে অনলাইনে হবে মাধ্যমিক পরীক্ষার ফর্ম ফিলাপ। মধ্যশিক্ষা পর্ষদের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, ২০২৫ যে সকল পড়ুয়ারা মাধ্য়মিক দেবে তাদের ফর্ম ফিলাপ হবে অনলাইনে। আগামী মাসের ২ ডিসেম্বর সকাল এগারোটা থেকে ১৮ ডিসেম্বর রাত্রি ১২টা পর্যন্ত ফর্মফিলাপ চলবে। পর্ষদের তরফে একটি ওয়েবসাইট (www.wbbsedata.com) দেওয়া হয়েছে। স্কুলগুলিকে সকল মাধ্যমিক পরিক্ষার্থীর তথ্য পর্ষদের ওয়েব সাইটে আপলোড করতে হবে।
এর আগে পর্ষদের তরফে ক্যাম্প অফিস করা হত। সেখানে গিয়ে তথ্য জমা দেওয়া যেত। তবে এবার থেকে আর সেই সুযোগ থাকছে না। বড়সড় বদল নিয়ে এসেছে মধ্যশিক্ষা পর্ষদ। প্রতিটি স্কুলে একদম সরাসরি পর্ষদের দেওয়া ওয়েবসাইটেই সকল তথ্য আপডেট করবে। আপলোডে দেরি হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে বিজ্ঞপ্তি জারি করে হুঁশিয়ারি দিয়েছে পর্ষদ।
এই নিয়ে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন, “ক্রমাগত বিদ্যালয়ের উপর একটার পর একটা কাজের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। বিকাশ ভবন থেকে যেসব কাজ করা হতো সে কাজগুলি ধীরে ধীরে বিদ্যালয় গুলির উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। এই সমস্ত কাজ একজনের পক্ষে সম্ভব নয়, স্বাভাবিকভাবে শিক্ষকদের এই কাজে ব্যস্ত থাকতে হয়। বহু বিদ্যালয়ে শিক্ষক পদ শূন্য। এর ফলে পঠন পাঠন ব্যাহত হয়। তার সঙ্গে রয়েছে বহু ধরনের প্রকল্পের কাজ। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষাদানের গুরুত্বকে ক্রমাগত এভাবেই হ্রাস করা হচ্ছে। ছাত্র ও অভিভাবকদের কাছে সরকারি শিক্ষা ব্যবস্থাকে এভাবেই গুরুত্বহীন করা হচ্ছে।”
প্রসঙ্গত উল্লেখ্য, ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ১৪ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হবে ২৪ ফেব্রুয়ারি। ১৪ ফেব্রুয়ারি ২০২৫ প্রথম ভাষার পরীক্ষা, ১৫ ফেব্রুয়ারি হবে দ্বিতীয় ভাষা, ১৭ ফেব্রুয়ারি ইতিহাস পরীক্ষা, ১৮ ফেব্রুয়ারি হবে ভূগোল, ১৯ ফেব্রুয়ারি জীবন বিজ্ঞান, ২০ ফেব্রুয়ারি ভৌতবিজ্ঞান, ২২ ফেব্রুয়ারি অঙ্ক ও ২৪ ফেব্রুয়ারি ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা হবে।