পশ্চিমবঙ্গ: ‘আপনারা যা ৩-৪-৫% DA পাচ্ছেন..,’ আন্দোলনের মাঝেই মহার্ঘ ভাতা ইস্যুতে এল এই বার্তা

এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ডিএ পাচ্ছেন ৫৩ শতাংশ। অন্যদিকে, এরাজ্যের সরকারি কর্মীরা ডিএ পাচ্ছেন মাত্র ১৪ শতাংশ। অর্থাৎ ৩৯ শতাংশ ডিএ কম পাচ্ছেন এরাজ্যের সরকারি কর্মীরা। 

6727

নিউজ ডেস্ক: বকেয়া মহার্ঘ ভাতা দিতেই হবে, এই দাবিতে চলছে আন্দোলন। এরই মাঝে মহার্ঘ ভাতা ইস্যুতে এল বড় বার্তা। ২০২৪ শেষ হতে চললেও ঘোষনা হয়নি ডিএ (DA)। এই আবহে আন্দোলনের ঝাঁঝ আরও বাড়াতে নবান্নের সামনে ধরনায় বসেছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের সংগঠন ‘সংগ্রামী যৌথ মঞ্চ’। সেখানে মঙ্গলবার হাজির হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

সেখানে শুভেন্দু বলেন, ‘সংগ্রামী যৌথ মঞ্চ অরাজনৈতিক সংগঠন। রাজ্য সরকারের দ্বারা তারা প্রতিনিয়ত বঞ্চিত, পীড়িত, শোষিত এবং আক্রান্ত। যতগুলি কর্মসূচিতে আমাকে ডাকা হয়েছে, রাজনৈতিক উদ্দেশ্য এবং ভোটের পাটিগণিতের অঙ্কের বাইরে দাঁড়িয়ে আমি থাকার চেষ্টা করেছি।’

বিরোধী দলনেতা আরও বলেন, সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকে কুর্নিশ জানিয়ে তিনি বলেন, ‘অত্যাচারী মুখ্যমন্ত্রীর কয়েক দফায় ভিক্ষার মতো করে ছুড়ে দেওয়া ৩-৪-৫% (ডিএ) আপনারা যা পাচ্ছেন, সেটাও সংগ্রামী যৌথ মঞ্চের আপসহীন লড়াইয়ের ফল।’ মমতা সরকারকে তোপ দেগে শুভেন্দু বলেন, ‘পুজোয় চাঁদা দিচ্ছেন, ৮০ হাজার। ইমাম-মোয়াজ্জেমদের দিয়েছেন, পুরোহিতদের দেবেন বলছেন। বিধানসভা ভোট কঠিন হলে দেখা যাবে লক্ষ্মীর ভান্ডারে ১৫০০ টাকা দিচ্ছেন। আর এদিকে তিনি কেন্দ্রীয় হারে ডিএ, আর চাকরি তিনি দেবেন না।’

পড়ুন:  Big News: ২৩৩৫টি প্রাথমিক বিদ্যালয়কে পঞ্চম শ্রেনীতে উন্নীত করা হল, তালিকা প্রকাশ হল, দেখেনিন এক ক্লিকেই

প্রসঙ্গত উল্লেখ্য, হাইকোর্টের অনুমতি নিয়ে এআইসিপিআই অনুযায়ী ডিএ (DA), সরকারি প্রতিষ্ঠানে শূন্য পদে স্বচ্ছ নিয়োগ, যোগ্য অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ এবং প্রতিহিংসামূলক বদলি বন্ধের দাবি তুলে এই ধরনা হয়েছিল। এই মর্মে মঙ্গলবার ২৪ ডিসেম্বর সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা নবান্নে গিয়ে ডেপুটেশনও জমা দেন। এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ডিএ পাচ্ছেন ৫৩ শতাংশ। অন্যদিকে, এরাজ্যের সরকারি কর্মীরা ডিএ পাচ্ছেন মাত্র ১৪ শতাংশ। অর্থাৎ ৩৯ শতাংশ ডিএ কম পাচ্ছেন এরাজ্যের সরকারি কর্মীরা।