Homeপশ্চিমবঙ্গযে কোনো সময়…! সুপ্রিম কোর্টের নির্দেশে সিঁদুরে মেঘ দেখছেন রাজ্যের শিক্ষকরা, বাড়ছে...

যে কোনো সময়…! সুপ্রিম কোর্টের নির্দেশে সিঁদুরে মেঘ দেখছেন রাজ্যের শিক্ষকরা, বাড়ছে চিন্তা, যা জানা যাচ্ছে

সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের যুক্তি ছিল ছিল, প্রত্যেক শিক্ষকই বাড়ির কাছাকাছি কোনো স্কুলে চাকরি করতে চাইছেন। এতে সমস্যার সৃষ্টি হচ্ছে।

নিউজ ডেস্ক: সুপ্রিম কোর্টের নির্দেশে সিঁদুরে মেঘ দেখছেন শিক্ষকরা, বাড়ছে চিন্তা। সারপ্লাস ট্রান্সফার নিয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court) নির্দেশ জানিয়ে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসি (SSC) প্রয়োজন পড়লে নিজের ইচ্ছা মতো যে কোনও জায়গায় বদলি করতে পারবে শিক্ষকদের। সম্প্রতি মাধ্যমিক স্তরে সহ-শিক্ষকদের বদলি নিয়ে মামলা হয়েছিল সর্বোচ্চ আদালতে। যদিও  শিক্ষকদের যত্রতত্র বদলির ক্ষমতা রাজ্যের হাতেই ফিরিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। ফলে চিন্তা বাড়ছে।

শীর্ষ আদালতের রায়ের পর সিঁদুরে মেঘ দেখছে শিক্ষক-শিক্ষিকদের একাংশ। এই বিষয়ে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষা কর্মী সমিতির নেতা অনিমেষ হালদার বলেন, “সুপ্রিম কোর্টের এই রায়ে আমরা হতাশ। আমরা এই নিয়ে বৈঠকে বসছি। সর্বোচ্চ আদালতের নির্দেশ পর্যালোচনার জন্য অনুরোধ জানিয়ে রিভিউ পিটিশন দায়ের করব।”

প্রসঙ্গত উল্লেখ্য, শিক্ষকদের বদলির সংক্রান্ত ১০ সি ধারা চালু করে এসএসসি। এই ধারা অনুযায়ী রাজ্য সরকার চাইলে যে কোনও সময়, শিক্ষকদের যে কোনও জায়গায় বদলি করে দিতে পারে। এসএসসি-র মাধ্যমে সেই বদলি হয়। এই আইনের বিরোধীতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্যের শিক্ষক সংগঠন। রাজ্যের ১৫৭ জন স্কুল শিক্ষকের বদলির সিদ্ধান্ত স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল তারা।

এর আগে এই মামলায় শিক্ষকদের দূরে বদলির ক্ষেত্রে স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। প্রয়োজনে সারপ্লাস শিক্ষকদের কাছাকাছি স্কুল বা জেলার মধ্যে বদলি করতে হবে বলে জানানো হয়েছিল। তবে সম্প্রতি সেই নির্দেশ সরিয়ে দিয়ে সরকারের পক্ষে রায় দুই দেয় সুপ্রিম কোর্ট।

বদলি নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের যুক্তি ছিল ছিল, প্রত্যেক শিক্ষকই বাড়ির কাছাকাছি কোনো স্কুলে চাকরি করতে চাইছেন। এতে সমস্যার সৃষ্টি হচ্ছে। যে সমস্ত জেলায় ছাত্র-ছাত্রীর সংখ্যা বেশি কিন্তু শিক্ষক তুলনায় কম সেখানে পড়াশোনা চালিয়ে যেতে শিক্ষকদের বদলি করা প্রযোজন। এরপরই সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় এসএসসি প্রয়োজনে যে কোনও জায়গায় শিক্ষকদের বদলি করতে পারে।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!