চাকরির খবর: আরও ৫০০ শূন্যপদে নিয়োগ করবে রাজ্য, মিলেছে ছাড়পত্র, হবে লিখিত পরীক্ষা

1588
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষনা

চাকরির খবর: ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য। নতুন করে কলকাতা পুলিসে ৫০০ জন হোমগার্ড নিয়োগ করা হবে। সোমবার নবান্ন থেকে এই নিয়োগ সংক্রান্ত একটি ছাড়পত্র লালবাজারে এসে পৌঁছেছে। সবকিছু ঠিক থাকলে নতুন অর্থবর্ষের গোড়াতে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলে জানা গিয়েছে।

পড়ুন:  HPSC Assistant Professor: 2424টি শূন্য পদে সহকারী অধ্যাপক নিয়োগে ফের আবেদনের সুযোগ

কলকাতার পুলিস কমিশনারকে পাঠানো ওই ছাড়পত্রে জানানো হয়েছে, ‘নতুন ৫০০ হোমগার্ড নিয়োগের ক্ষেত্রে ১০ শতাংশ পদ কলকাতা পুলিস এবং রাজ্য পুলিসে কর্মরত সিভিক ভলান্টিয়ারদের জন্য সংরক্ষিত থাকবে। অর্থাৎ ৪৫০ জন হোমগার্ড নিয়োগ করা হবে নতুন ছেলেমেয়েদের মধ্য থেকে। আর বাকি ৫০টি পদে নিয়োগ করা হবে কর্মরত যোগ্য সিভিকদের থেকে।’ 

জানা যাচ্ছে, আবেদন পত্র জমা নেওয়ার পর প্রাথমিক ঝাড়াই বাছাইয়ের পর যোগ্য প্রার্থীদের ৬০ নম্বরের একটি লিখিত পরীক্ষায় বসতে হবে। সিভিকদেরও এই লিখিত পরীক্ষায় বসতে হবে। কত নম্বর পেলে লিখিত পরীক্ষায় পাশ করা যাবে, তা ঠিক করবে এনরোলমেন্ট কমিটি। লিখিত পরীক্ষায় পাশ করলে প্রশিক্ষণের পর নিয়োগ হবে কলকাতা পুলিসের হোমগার্ড পদে।