ষষ্ঠ বেতন কমিশন নিয়ে এবার ফ্যাসাদে পড়তে চলেছে পশ্চিমবঙ্গ সরকার! দেওয়া হল চরম হুঁশিয়ারি

বেতন কমিশন নিয়ে ফ্যাসাদে পড়তে চলেছে পশ্চিমবঙ্গ সরকার! চরম হুঁশিয়ারি দেওয়া হল রাজ্য সরকারকে।

4514
DA News মহার্ঘ ভাতা

ষষ্ঠ বেতন কমিশন: বেতন কমিশন নিয়ে ফ্যাসাদে পড়তে চলেছে পশ্চিমবঙ্গ সরকার! চরম হুঁশিয়ারি দেওয়া হল রাজ্য সরকারকে। সরকারের থেকে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশের ফার্স্ট ও সেকেন্ড পার্ট দেখাতেই হবে, হুঁশিয়ারী দিল কর্মী সংগঠন।

এর আগেও বেশ কয়েকবার, ইউনিটি ফোরামের তরফ থেকে রাজ্যের ষষ্ঠ বেতন কমিশন সংক্রান্ত রিপোর্ট হাতে পাওয়ার চেষ্টা করা হয়েছিল। সরকারি কর্মীদের দাবি ছিল যেহেতু সরকারি মেমোতে ‘ষষ্ঠ বেতন কমিশনে’র উল্লেখ রয়েছে তাই সেই রিপোর্টটি একবার চাক্ষুষ করা। রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন ইউনিটি ফোরামের আহ্বায়ক দেবপ্রসাদ হালদার RTI করে ষষ্ঠ পে কমিশনের সেই সুপারিশ বা রিপোর্টের কপি দেখতে চেয়েছিলেন। তবে বারবার আপিলেও সেই নথি দেখতে পায়নি ইউনিটি ফোরাম।

পড়ুন:  বেতন বৃদ্ধির আশায় বুক বেঁধে থাকা সরকারি কর্মীরা খেলেন জোর ধাক্কা, প্রকাশ্যে এল নয়া আপডেট

রাজ্য অর্থ দফতরকে চিঠি ফোরামের

বাধ্য হয়ে মামলা দায়ের হয় কলকাতা হাই কোর্টে। গত ২০২৩ সালের ৫ এপ্রিল কলকাতা হাই কোর্টে মামলা করেন ইউনিটি ফোরামের আহ্বায়ক দেবপ্রসাদ হালদার। আর সেই মামলায় জয় পেয়েছিল সরকারি কর্মীদের সংগঠন। কিন্তু রিপোর্ট দেখানো হয়নি। এমনকি এর আগে ২০২২ সালের RTI করেও রাজ্য সরকারের থেকে রিপোর্ট দেখতে চাওয়া হয়েছিল। কিন্তু সেটি তখনও দেখানো হয়নি। অবশেষে ফের আরও একবার আইনজীবী প্রবীর চট্টোপাধ্যায় এর মাধ্যমে রিপোর্ট দেখতে চাওয়ার জন্য রাজ্য তথ্য কমিশনার, রাজ্য অর্থ দফতরকে চিঠি পাঠানো হয়েছে।

আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি

পড়ুন:  SSC: 'মামলা হল অথচ এসএসসি কিছুই...', শিক্ষক নিয়োগ নিয়ে যা জানালেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার

গত ২১ অক্টোবর পাঠানো সেই চিঠিতে ফোরামের তরফ থেকে দাবি করা হয়েছে আগামী তিনদিনের মধ্যে সরকারের থেকে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশের ফার্স্ট ও সেকেন্ড পার্ট দেখতে চেয়েছে ফোরামের আহ্বায়ক। নয়ত পরবর্তী আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দেখা হয়েছিল। অর্থাৎ হিসেবে অনুযায়ী গতকাল অর্থাৎ ২৪ অক্টোবরের মধ্যে সেই পে কমিশনের রিপোর্ট দেখাতে বলা হয়েছিল। কিন্তু রিপোর্ট এখনও অধরা। এবার দেখার পালা কোন আইনি পদক্ষেপ নিতে চলেছে ফোরাম।

পড়ুন:  পশ্চিমবঙ্গ: এবার এই কর্মীদের ভাতা বাড়ানো হল 3,000 টাকা, রাজ্যের সিদ্ধান্তে দারুন উপকৃত হবেন কর্মীরা