পশ্চিমবঙ্গ: ‘কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশ মেনে রাজ্য কর্মীদের নতুন বেতন হার নির্ধারণ করা যায়’

সপ্তম বেতন কমিশনের অপেক্ষায় এরাজ্যের সরকারি কর্মীরা

39756
মহার্ঘ ভাতা ডিএ মমতা বন্দ্যোপাধ্যায় da

নিউজ ডেস্ক: সদ্যই অষ্টম বেতন কমিশন গঠনের অনুমোদন দিয়েছে কেন্দ্রের মোদি সরকার। কেন্দ্রীয় সরকার তার কর্মীদের জন্য বেতন কমিশন গঠন করার পর এবার পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা সপ্তম বেতন কমিশন গঠনের অপেক্ষায় রয়েছেন। সাধারণত কেন্দ্র বেতন কমিশন গঠন করার পর রাজ্যগুলোও সেই প্রক্রিয়া শুরু করে। কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশন গঠন করার সিদ্ধান্ত বৃহস্পতিবার ঘোষণা করেছে। এই প্রেক্ষিতে বাংলার সরকারি কর্মী মহল আশা করছে, এরাজ্যে এবার সপ্তম বেতন কমিশন গঠন করা হবে। 

পড়ুন:  এবার মমতা বন্দ্যোপাধ্যায় নতুন সরকারি অ্যাপ আনছেন, জব্দ হবেন বহু অফিসার থেকে আমলারা

আগামী মাসে বিধানসভায় রাজ্য বাজেট পেশ হবে। সেই রাজ্য বাজেটে সপ্তম বেতন কমিশন সংক্রান্ত কোনও ঘোষণা থাকে কি না সেদিকেই তাকিয়ে আছেন রাজ্য সরকারি কর্মীরা।  

সাধারণত প্রতি ১০ বছর অন্তর সরকারি কর্মীদের বেতন হার নির্ধারণের জন্য বেতন কমিশন গঠন করা হয়। এর আগের বেতন কমিশনের সুপারিশ কার্যকর হয় ২০১৬ সালের জানুয়ারি থেকে। সেই অনুযায়ী পরবর্তী বেতন কমিশনের সুপারিশ কার্যকর হবে ২০২৬ সালের জানুয়ারি থেকে। ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশের ভিত্তিতে রাজ্য কর্মীদের নতুন বেতন হার ২০২০ সালের জানুয়ারি থেকে কার্যকর করা হলেও ‘নোশনাল এফেক্ট’ দেওয়া হয়েছিল ২০১৬ সালের জানুয়ারি থেকেই। যেহেতু ২০২৬ সালে রাজ্য বিধানসভার ভোট আছে তাই এই বছরেই বেতন কমিশন গঠন নিয়ে কোনও সিদ্ধান্ত হতে পারে বলে কর্মীরা আশা করছেন। 

এই বিষয়ে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়েক জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত দিক বিবেচনা করেই এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। মুখ্যমন্ত্রী উপর তাঁদের পুরো ভরসা আছে। অন্যদিকে, কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী রাজ্য কর্মীদের নতুন বেতন হার নির্ধারণ করা যায়। অনেক রাজ্যেই এটা করা হয়।