Homeপশ্চিমবঙ্গবড় খবর: আসন্ন বাজেটে ডিএ দেওয়া নিয়ে চর্চা শুরু, কত শতাংশ DA...

বড় খবর: আসন্ন বাজেটে ডিএ দেওয়া নিয়ে চর্চা শুরু, কত শতাংশ DA বাড়তে চলেছে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের?

DA NEWS FOR WEST BENGAL GOVERNMENT EMPLOYEES

নিউজ ডেস্ক: কিছুদিন আগেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ডিএ ঘোষনা করেছিল মোদি সরকার। এর পাশাপাশি, অষ্টম বেতন কমিশন গঠনের ব্যাপারেও তৎপরতা শুরু হয়েছে। যদিও পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য রয়েছে কেবল হতাশা। এবার অবস্থায় আসন্ন বাজেটে ডিএ’র চর্চা শুরু হয়েছে। 

কিছুটা খুশির খবর আসতে চলেছে এরাজ্যের সরকারি কর্মীদের জন্য। আসন্ন ফেব্রুয়ারির বাজেটেই ডিএ (মহার্ঘভাতা) বাড়তে চলেছে রাজ্য সরকারি কর্মচারীদের। তবে ডিএ বৃদ্ধির হার হবে ২ থেকে ৪ শতাংশের মধ্যে।

এই ডিএ হারের পরিমাণের ওপর রাজ্য সরকারের খরচের দায় কী দাঁড়াবে, তারই খুঁটিনাটি হিসাব এখন চলছে নবান্নের অর্থ দপ্তরে। তবে কর্মীদের অতিরিক্ত মহার্ঘভাতা যে বাড়ছেই, সে ব্যাপারে নিশ্চিত ওয়াকিবহাল মহল। কর্মচারীদের ডিএ বাড়ানোর বিষয়ে মনস্থির করে ফেলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশেই অর্থ দপ্তরে হিসাবনিকাশের পালা শুরু হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার নবান্নে অর্থ দপ্তরের জনৈক শীর্ষ আধিকারিক জানান, ২ থেকে ৪ শতাংশের মধ্যে ঠিক কত শতাংশ ডিএ বাড়ানো হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রীই। প্রসঙ্গত উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারি কর্মীরা এই মুহূর্তে ডিএ পাচ্ছেন ৫৩ শতাংশ। অন্যদিকে এরাজ্যের সরকারি কর্মীরা ডিএ পাচ্ছেন মাত্র ১৪ শতাংশ। ফলে ৩৯ শতাংশ ডিএ কম পাচ্ছেন এরাজ্যের সরকারি কর্মীরা।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments