ছুটির তালিকা: অক্টোবর মাস শেষ হতে চলল। এই মাসে ছিল অনেক ছুটি। তবে নভেম্বর মাসেও কম ছুটি নয়। নভেম্বরে মোট ১৪ দিন ছুটি আছে। ওই দিনগুলোতে বন্ধ থাকবে সমস্ত স্কুল, কলেজ। অক্টোবর মাসে বিশ্বকর্মা পুজো, দুর্গাপুজো, লক্ষ্মীপুজো মিলিয়ে একের পর পর এক ছুটি ছিল। এবার নভেম্বর মাসে এক টানা ১৪ দিন ছুটি পেয়ে যাবেন বাংলার সরকারি কর্মীরা।
ছুটির তালিকা অনুযায়ী, ৩১ অক্টোবর কালীপুজোর ছুটি দেওয়া হয়েছে। ১ নভেম্বরও দীপাবলির ছুটি দিয়ে রেখেছে সরকার। এরপর শনি ও রবি ছুটি। রবিবার ৩ নভেম্বর আবার ভ্রাতৃদ্বিতীয়া। অনেকেই ভাবছিলেন রবিবার পড়ে যাওয়ায় হয়তো ছুটিটা হয়তো মার গেল। কিন্তু তা নয়।
পরের দিন সোমবারও ভাইফোঁটার অতিরিক্ত ছুটি ঘোষণা করা রয়েছে। ৩১ অক্টোবর থেকে ৪ নভেম্বর টানা পাঁচ দিনের ছুটি পাবেন এরাজ্যের সরকারি কর্মীরা।
এরপর ৭ ও ৮ নভেম্বর ছট পুজোর জন্য ছুটি দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এরপরই রয়েছে শনিবার ও রবিবার ফলে চাইলে আপনিও শনিবার ছুটি নিয়ে ওই রবিবার ছুটিটা কাটাতে পারেন। অর্থাৎ আবার টানা ৪ দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মীরা।
১৫ নভেম্বর গুরু নানকের জন্মদিন উপলক্ষে ছুটি থাকবে। ওইদিন শুক্রবার পড়েছে। এর সঙ্গে শনি, রবি মিলিয়ে তিন দিনের টানা ছুটি মিলবে। ২৩ ও ২৪ তারিখ শনি, রবিবার পড়েছে। আবার মাসের শেষে ৩০ তারিখ শনিবার। ডিসেম্বর মাস শুরুও হচ্ছে রবিবার দিয়ে। ফলে নভেম্বর মাসে প্রচুর ছুটি পেয়ে যাচ্ছেন এরাজ্যের সরকারি কর্মীরা।