Home পশ্চিমবঙ্গ মাধ্যমিকের ফল প্রকাশ কবে? দিন ঘোষনা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের

মাধ্যমিকের ফল প্রকাশ কবে? দিন ঘোষনা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের

2
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ

নিউজ ডেস্ক: চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিন ঠিক হল। মাধ্যমিকের রেজাল্ট ২ মে প্রকাশ হবে। ওইদিন ফল প্রকাশ করবে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। 

মাধ্যমিকের রেজাল্টের দিন বদল হল। ৩০ এপ্রিল নয়, ২ মে বেরোবে মাধ্যমিকের ফল। এর আগে মনে করা হচ্ছিল ৩০ এপ্রিল মাধ্যমিকের ফল প্রকাশ করতে পারে মধ্যশিক্ষা পর্ষদ। তবে ওই দিন ফল প্রকাশ হচ্ছে না।

৩০ এপ্রিল দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন রয়েছে। ফলে ওইদিন ফল প্রকাশ নিয়ে ক্ষীণ অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে এবার মাধ্যমিকের ফল প্রকাশিত দিন ঘোষণা করল পর্ষদ। ৩০ এপ্রিলের পরিবর্তে ২ মে ফলপ্রকাশ হবে মাধ্যমিকের। পর্ষদের দেওয়া বিভিন্ন ওয়েবসাইটে ফল দেখতে পারবে পরীক্ষার্থীরা।

পড়ুন:  SSC শিক্ষক নিয়োগ: রাজ্যে ১৪০৫২ জন আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ পাচ্ছেন, বেতন-ডিএ-এইচআরএ দিয়ে হাতে মাসিক কত আসবে তাঁদের?

প্রসঙ্গত উল্লেখ্য, চলতি বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১০ ফেব্রুয়ারি। এবং মাধ্যমিক শেষ হয়েছিল ২২ ফেব্রুয়ারি। পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৯ লক্ষ ৮৫ হাজার, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। রাজ্যের ২ হাজার ৬৮৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছিল সেই পরীক্ষা।