Homeপশ্চিমবঙ্গমাধ্যমিকের আগেই দেওয়া হল বড় নির্দেশ! টেস্ট নিয়ে নয়া নির্দেশিকা জারি মধ্যশিক্ষা...

মাধ্যমিকের আগেই দেওয়া হল বড় নির্দেশ! টেস্ট নিয়ে নয়া নির্দেশিকা জারি মধ্যশিক্ষা পর্ষদের

এদিকে কম্পোজিট গ্রান্ট নেই। আলাদাভাবে প্রশ্ন করতে গেলে অনেক বেশি খরচ পড়ছে। যাতে দ্রুত কম্পোজিট গ্রান্ট স্কুল গুলো পেতে পারে তার উদ্যোগ নিক শিক্ষা দপ্তর। এই টেস্টের প্রশ্নপত্র পর্ষদ থেকে তৈরি করে উদ্যোগ নিয়ে বিদ্যালয়ে পাঠিয়ে দিলে সবচেয়ে ভালো।

নিউজ ডেস্ক: মাধ্যমিকের টেস্ট পরীক্ষা নিয়ে গুরুত্বপুর্ণ র্দেশ দিল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। মাধ্যমিকে টেস্টপরীক্ষার Question এর স্ক্যান ডকুমেন্টস কপি সব স্কুলের HOI দেরকে মধ্যশিক্ষা পর্ষদের মেল আইডি -testpaperwbbse@gmail.com তে পাঠানোর জন্য নোটিফিকেশন প্রকাশিত হলো। 

পর্ষদের নোটিশে বলা হয়েছে, এত এতদ্বারা সমস্ত স্বীকৃত উচ্চ বিদ্যালয়কে নির্বাচন পরীক্ষার প্রশ্নপত্র (দশম শ্রেণি) জমা দেওয়ার জন্য অবহিত করা হচ্ছে। সমস্ত বিষয়ের স্ক্যান কপি এবং সফট কপি, নির্দিষ্ট ইমেল আইডিতে স্কুলে উল্লিখিত পরীক্ষা শেষ হওয়ার পরপরই পাঠাতে হবে।

পর্ষদ আরও বলেছে, মনে রাখবেন যে বাছাই পরীক্ষার সমস্ত প্রশ্ন কঠোরভাবে নির্ধারিত পাঠ্যক্রম মেনে চলতে হবে এবং দশম শ্রেণির পাঠ্যসূচি, এবং পেপারে এমন কোনো প্রশ্ন রাখা উচিত নয় যা বিতর্কের কারণ হতে পারে অথবা বোর্ড এবং পশ্চিমবঙ্গ রাজ্যের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে। প্রশ্ন পেপার শুধুমাত্র স্কুলের বিষয় শিক্ষক(দের) দ্বারা সেট করতে হবে। যেকোন স্কুলের নিয়ম লঙ্ঘনের জন্য এই বিষয়ে HOI এর জন্য দায়ী থাকবে। অনুগ্রহ করে স্কুলগুলিকে টাইম লাইন কঠোরভাবে মেনে চলার জন্য অনুরোধ করা হচ্ছে। কোন যৌথ বা কোনো বহিরাগত সংস্থার সাহায্য ছাড়াই ক্লাস্টার হিসাবে স্কুলগুলি দ্বারা এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এই বিষয়ে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন, “এদিকে কম্পোজিট গ্রান্ট নেই। আলাদাভাবে প্রশ্ন করতে গেলে অনেক বেশি খরচ পড়ছে। যাতে দ্রুত কম্পোজিট গ্রান্ট স্কুল গুলো পেতে পারে তার উদ্যোগ নিক শিক্ষা দপ্তর। এই টেস্টের প্রশ্নপত্র পর্ষদ থেকে তৈরি করে উদ্যোগ নিয়ে বিদ্যালয়ে পাঠিয়ে দিলে সবচেয়ে ভালো। বাইরের অজানা শিক্ষকদের তৈরি প্রশ্ন হলে মাধ্যমিক পরীক্ষার আগে ছাত্রদের প্রকৃত মূল্যায়ন হবে যা মাধ্যমিক পরীক্ষার আগে তাদের সহায়তা করবে।”

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!