Homeপশ্চিমবঙ্গবিরাট সিদ্ধান্ত পর্ষদের! মাধ্যমিকে এই ২টি প্রশ্নের অঙ্ক শুরু করলেই নম্বর, শিক্ষকদের...

বিরাট সিদ্ধান্ত পর্ষদের! মাধ্যমিকে এই ২টি প্রশ্নের অঙ্ক শুরু করলেই নম্বর, শিক্ষকদের নির্দেশ

নিউজ ডেস্ক: এবারের মাধ্যমিকের অঙ্ক প্রশ্ন নিয়ে সোস্যাল মিডিয়ায় ঝড় ওঠে। গত শনিবার মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা হয়। নানা দিক থেকে অভিযোগ আসে এই প্রশ্নপত্র কঠিন হয়েছে। অনেকে বলেন, সিলেবাসের বাইরে প্রশ্ন হয়েছে। এই নিয়ে মধ্যশিক্ষা পর্ষদকে জানানোও হয়। গোটা বিষয়টা খতিয়ে দেখে, বিশেষজ্ঞ কমিটিকে দায়িত্ব দেয় মধ্যশিক্ষা পর্ষদ। এবং তাঁদের সুপারিশ মেনে আজ মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, সিলেবাসের মধ্যে প্রশ্ন থাকলেও, এবং বিকল্প অনেক প্রশ্ন থাকলেও ২টি প্রশ্নেরই অঙ্ক কষতে শুরু করলেই নম্বর পাবে মাধ্যমিক পরীক্ষার্থীরা। এই নিয়ে মাধ্যমিক পরীক্ষা নিয়ে বড় নির্দেশ পর্ষদের। মূল্যায়নকারী শিক্ষক/ শিক্ষিকাদের নির্দেশ দিলো মধ্য শিক্ষা পর্ষদ। 

পড়ুন:  OSSC Teacher Recruitment: 6,025টি শূন্যপদে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ হল, যোগ্যতা যাচাই করুন, নির্বাচন প্রক্রিয়া জেনেনিন

২টি প্রশ্নেরই অঙ্ক শুরু করলেই নম্বর দেওয়া হবে। গোটা রাজ্যে জুড়ে ১৫ নম্বর প্রশ্নের ২ নম্বর প্রশ্ন, উত্তরবঙ্গ অঞ্চলের ৩ নম্বর প্রশ্নের ৬ নম্বর প্রশ্ন, বর্ধমান অঞ্চলের ৩ নম্বরে প্রশ্নের ৩ নম্বর প্রশ্ন,মেদিনীপুরে ৩ নম্বর প্রশ্নের ৪ নম্বর প্রশ্নে বিতর্ক এবং কলকাতা ৩ নম্বর প্রশ্নের ১ নম্বর প্রশ্নে বিতর্ক । মাধ্যমিকে অঙ্কের ২টি প্রশ্নে হাত দিলেই নম্বর। বিশেষজ্ঞ কমিটির সুপারিশ মেনে সিদ্ধান্ত পর্ষদের।

এই বিষয়ে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন, “মাধ্যমিকে অংক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে শিক্ষক এবং ছাত্রদের পক্ষ থেকে সমালোচনর ঝড় উঠেছিল। তার পরিপ্রেক্ষিতে আমরা মধ্যশিক্ষা পর্ষদের সচিবের কাছে বিষয়টি তুলে ধরি। পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে বিষয়টি নিয়ে তারা পর্যালোচনা করছে। শিক্ষার্থীদের দিকে তাকিয়ে মূল্যায়ন করা হবে বলে পর্ষদ জানিয়েছে। আমরা পর্ষদের কাছে আবেদন করছি, যথাযথভাবে পর্যালোচনা করে ছাত্র-ছাত্রীদের উত্তরপত্র মূল্যায়ন করা হোক। ছাত্র-ছাত্রীরা কোনভাবে যেন বঞ্চিত না হয় সে দিকটি দেখতে হবে।”

পড়ুন:  Big News: ৬৯ হাজার সহকারি শিক্ষক পদে নতুন তালিকা তৈরির হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

অঙ্কের প্রশ্ন মাধ্যমিক

প্রসঙ্গত উল্লেখ্য, চলতি বছরে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯ লক্ষ ৮৪ হাজার ৭৫৩। তাঁদের মধ্যে ছেলে ৪ লক্ষ ২৮ হাজার ৮০৩ জন এবং মেয়ে ৫ লক্ষ ৫৫ হাজার ৯৫০ জন। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, ১০ তারিখ থেকে ২২ তারিখ পর্যন্ত চলবে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থীরা প্রশ্নপত্র পাচ্ছে সকাল ১০টা ৪৫-এ। পরীক্ষা চলছে সকাল ১১টা থেকে দুপুর ২টো পর্যন্ত। 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments