শিক্ষক-শিক্ষাকর্মীদের কি বিদ্যালয়ে উপস্থিত থাকতে হবে? নির্দেশিকা ঘিরে বিভ্রান্তি সৃষ্টি, উঠছে প্রশ্ন

8806
প্রাথমিক হাইস্কুল ছুটির তালিকা

নিউজ ডেস্ক: তীব্র গরমের দাপটে অসুস্থ হয়ে পড়ছে ছাত্র ছাত্রীরা। এই অবস্থায় দুই দিনের জন্য পঠন পাঠন স্থগিত করা নিয়ে নির্দেশিকা দিয়েছে পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দফতর। এই বিষয়ে টুইটও করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। 

অত্যাধিক গরমের জন্য কাল ও পরশু রাজ্যের সব স্কুল বন্ধ। পার্বত্য এলাকা বাদে সমস্ত সরকারি ও সরকারপোষিত প্রাইমারি স্কুল, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুল বন্ধ রাখা হবে। তবে নির্দেশিকায় শিক্ষকদের স্কুলে যাওয়া নিয়ে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি। 

এই বিষয়ে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির (STEA) দক্ষিণ ২৪পরগণা জেলা সম্পাদক অনিমেষ হালদার বলেন, “এই নির্দেশিকায় পরিষ্কার করা নেই যে শিক্ষক-শিক্ষাকর্মীদের বিদ্যালয়ে উপস্থিত থাকতে হবে কিনা! আমাদের আশঙ্কা বিষয়টি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হবে। পূর্বে এই ঘটনা ঘটেছে। আমাদের পরিষ্কার বক্তব্য, দপ্তর যদি মনে করে শিক্ষক-শিক্ষাকর্মীদের স্কুলে যেতে হবে, তাহলে নির্দেশিকায় তা উল্লেখ করুক। যদিও পঠনপাঠন বন্ধ থাকলে বিশেষ কোনো প্রয়োজন ছাড়া শিক্ষকদের স্কুলে যাওয়ার কোনো যৌক্তিকতা আছে বলে আমরা মনে করিনা।”

পড়ুন:  Holiday: ফের ছুটি ঘোষণা রাজ্যের, পর পর ৪ দিন ছুটি পেয়ে মুখে হাসি সরকারি কর্মীদের

শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন, “শিক্ষা দপ্তরের নোটিশে স্পষ্টতার চূড়ান্ত অভাব। দুদিন ছুটি ঘোষণা করা হলো অথচ শিক্ষক-শিক্ষাকর্মীরা বিদ্যালয় আসবেন কিনা তা নিয়ে বিভ্রান্তি সৃষ্টিকারী ও দূরভিসন্ধীমূলক নোটিশ জারি করা হলো! আমরা দাবি করছি, সবার জন্য বিদ্যালয় বন্ধের স্পষ্ট নোটিশ জারি করা হোক। ছাত্র-ছাত্রীরা না এলে শিক্ষক-শিক্ষাকর্মীরা বিদ্যালয়ে এসে কি করবেন? বিভিন্ন জেলার পরিস্থিতি অনুযায়ী কিছুদিনের জন্য মর্নিং স্কুল চালু করা হোক।”

পড়ুন:  তবে কি আরজি কর কাণ্ডের পর কি বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার? জেনেনিন নয়া আপডেট

এক্স হ্যান্ডল পোস্টে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু উল্লেখ করেছেন, “কিছু জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি রয়েছে বলে জানা গেছে। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ১৩.০৬.২৫ এবং ১৪.০৬.২৫ তারিখে রাজ্যের (পার্বত্য এলাকা ব্যতীত) সমস্ত সরকারি ও সরকার পোষিত প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম স্থগিত রাখা হবে। সংশ্লিষ্ট বোর্ড ও সংসদ কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।”

পড়ুন:  BIG NEWS: রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের! কেন?

তীব্র গরমের জেরে পড়ুয়াদের অসুস্থ হওয়ার খবরও প্রকাশ্যে আসছে। সেই কারণে রাজ্যের সব সরকারি স্কুল গুলিতে (পাহাড় ব্যতীত) পঠন পাঠন দুদিনের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে।