নিউজ ডেস্ক: কিছুদিন আগেই অষ্টম বেতন কমিশনের ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় সরকার। এখন প্রশ্ন উঠছে, বাংলায় সপ্তম বেতন কমিশন চালু হতে পারে কবে? বেতন বৃদ্ধিতে কি বাম আমলের ট্রেন্ড অনুসরণ করবে তৃণমূল? এই বিষয়ে মুখ খুলেছেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়।
তিনি জানিয়েছেন,রাজ্য সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণের জন্য ১৯৬০ সালে পে কমিটি গঠন করেছিল রাজ্য সরকার। ১৯৬০ সালে ১০০ পয়েন্ট মূল্যসূচক ধরে গ্রুপ ডি কর্মচারীর বেতন নির্ধারণ করা হয়েছিল ৬০-৭৫ টাকা। সচিবালয়ের করণিকের বেতন ১৫০-২৫০ টাকা নির্ধারণ করা হয়েছিল। ডিরেক্টরের করণিকের বেতন নির্ধারিত হয়েছিল ১২৫-২০০ টাকা।
তিনি আরও জানিয়েছেন, ১৯৭১ সালে পশ্চিমবঙ্গে প্রথম বেতন কমিশন গঠন করা হয়েছিল। ১৯৮১ সালে গঠিত হয়েছিল দ্বিতীয় বেতন কমিশন। ১৯৯০ সালে তৃতীয় বেতন কমিশন গঠন করা হয়েছিল। ১৯৯৮ সালে গঠন করা হয়েছিল চতুর্থ বেতন কমিশন। ২০০৯ সালে পঞ্চম বেতন কমিশন গঠন করা হয়েছিল। ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ষষ্ঠ বেতন কমিশন কার্যকর হয়েছে পশ্চিমবঙ্গে। রাজ্য সরকারি কর্মচারীরা এখন সেই ষষ্ঠ বেতন কমিশনের আওতায় আছেন। তাঁরা ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী বেতন পাচ্ছেন। ষষ্ঠ বেতন কমিশনের আওতায় তাঁদের প্রাপ্ত ডিএয়ের পরিমাণ হল ১৪ শতাংশ। যা আগামী এপ্রিল থেকে আরও চার শতাংশ বৃদ্ধি পাবে। অর্থাৎ ১৮ শতাংশ হারে ডিএ পাবেন।
এবারের বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির ঘোষণা করা হলেও নয়া বেতন কমিশনের (সপ্তম বেতন কমিশন) ঘোষণা করা হয়নি। কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশন গঠনের ঘোষণা করলেও পশ্চিমবঙ্গ সরকার সেই পথে হাঁটেনি। এখন দেখার কবে সপ্তম বেতন কমিশনের ঘোষনা করে রাজ্য।