Homeচাকরির খবররাজ্যে স্পেশ্যাল এডুকেটর শিক্ষক নিয়োগের বিধি প্রকাশ, টেটের উপর গুরুত্ব, হবে স্বচ্ছ...

রাজ্যে স্পেশ্যাল এডুকেটর শিক্ষক নিয়োগের বিধি প্রকাশ, টেটের উপর গুরুত্ব, হবে স্বচ্ছ ভাবে নিয়োগ

নিউজ ডেস্ক: ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য। প্রাথমিক স্কুলে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য শিক্ষক নিয়োগের বিধি প্রকাশ করল রাজ্য। এরাজ্যে স্পেশ্যাল এডুকেটর পদে শিক্ষক নিয়োগ করা হবে। কারা আবেদন করতে পারবেন? বিজ্ঞপ্তিতে জানানো হল বিস্তারিত।

প্রাথমিকে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য শিক্ষক বা স্পেশ্যাল এডুকেটর নিয়োগে প্যানেল প্রকাশ করার ক্ষেত্রে স্বচ্ছ্বতা ধরে রাখার উপর জোর দিয়েছে রাজ্য সরকার। বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে, ওএমআর শিট সংরক্ষণ হবে ১০ বছর। এই পদে নিয়োগের ক্ষেত্রে কারা, কীভাবে আবেদন করতে পারবেন তাও স্পষ্ট করা হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে চাকরি প্রার্থীকে অবশ্যই টেট উত্তীর্ণ হতে হবে। এই নিয়োগের পরীক্ষায় বসতে গেলে ‘রিহ্যাবিলিটশনস কাউন্সিল অফ ইন্ডিয়া’ (আরসিআই) অনুমোদিত কোন‌ও প্রতিষ্ঠান থেকে ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে। 

শূন্যপদ

পড়ুন:  এবার রাজ্যের ডিএলএড কলেজে অধ্যাপক-অধ্যাপিকা নিয়োগ করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ

প্রকাশিত বিধি অনুযায়ী, ১০ শতাংশ আসন সংরক্ষিত রয়েছে চুক্তি ভিত্তিক স্পেশ্যাল এডুকেটর নিয়োগের জন্য। রিপোর্ট বলছে, মূলত, রাজ্যে ২৭০০ টি স্পেশ্যাল এডুকেটরের পদ খালি রয়েছে। সেই পদে নিয়োগ করা হবে।

মেরিট প্যানেল

প্যানেল প্রকাশে স্বচ্ছতা মানা হবে বলেও জানানো হয়েছে। প্যানেলে থাকা প্রত্যেক প্রার্থী কোন বিষয়ে কত নম্বর পেয়েছেন, তার উল্লেখ থাকবে। প্যানেলের শেষে যিনি থাকবেন, তাঁর মোট নম্বর জানানো হবে। টেটের প্রাপ্ত নম্বরে ৮০শতাংশ ওয়েটেজ দেওয়া হবে। ইন্টারভিউয়ে ২০ শতাংশ ওয়েটেজ দেওয়া হবে। স্পেশ্যাল এডুকেটর নিয়োগের দায়িত্বে থাকবেন ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল। এত দিন পর্যন্ত কেবলমাত্র চুক্তির ভিত্তিতেই স্পেশ্যাল এডুকেটর নিয়োগ করা হত। এবার স্থায়ী শূন্যপদে নিয়োগ করা হবে। 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments