পশ্চিমবঙ্গ: ডিএ মামলার শুনানি ১৪ বার পিছিয়েছে! সুপ্রিম কোর্টে মামলার নিষ্পত্তি চেয়ে বড় পদক্ষেপ

4775
সুপ্রিম কোর্টে শিক্ষক নিয়োগ

নিউজ ডেস্ক: নয়া বছরের শুরুতেই বকেয়া মহার্ঘ ভাতার শুনানি পিছিয়ে গেছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে। একের পর এক ১৪ বার শুনানি পিছিয়েছে। দীর্ঘ ২ বছর ধরে সুপ্রিম কোর্টে ঝুলে আছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কর্মীদের বকেয়া ডিএ মামলা। এই আবহে এই বছরের শুরুতে ডিএ মামলার শুনানি নিয়ে বড় পদক্ষেপ নিতে চলেছেন এরাজ্যের সরকারি কর্মীরা। সুপ্রিম কোর্টের উদ্দেশ্যে দ্রুত শুনানি এবং মামলার নিষ্পত্তি চেয়ে গণমেল কর্মসূচি শুরু হচ্ছে। 

পড়ুন:  বড় খবর: তিন মাস নয়,২ মাসেই নিয়োগ! যোগ্যদের প্রতিশ্রুতি এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের

মামলাটি বিচারপতি হৃষিকেশ রায় এবং বিচারপতি এসভিএন ভাট্টির বেঞ্চে শুনানি চলছে। যদিও তালিকায় থাকলেও মামলাটির শুনানি হয়নি। ২ জানুয়ারি ডিএ মামলায় সরকারি কর্মীদের পক্ষের আইনজীবী জানান, তিনি আশাবাদী ৭ তারিখ সুপ্রিম কোর্ট এই মামলাটি শুনবে। তবে সেদিনও শুনানি হয়নি। বারেবারে শুনানি পিছিয়ে যাওয়ায় আশাহত এরাজ্যের সরকারি কর্মীরা। 

শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন, “ভারতের সংবিধান এবং মৌলিক অধিকার প্রতিষ্ঠর স্মরণীয় দিন হিসাবে প্রজাতন্ত্র দিবসের দিন (২৬ জানুয়ারি) থেকে ডিএ মামলার দীর্ঘসূত্রিতা (১৪ বার শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে)নিয়ে সুপ্রিম কোর্টের উদ্দেশ্যে দ্রুত শুনানি এবং মামলার নিষ্পত্তি চেয়ে গণমেল কর্মসূচি শুরু। সেই চিঠির বয়ান এবং সুপ্রিম কোর্টের মেল আইডি আমরা সোশ্যাল মিডিয়াতে দিয়ে দেব। প্রত্যেক শিক্ষক কর্মচারী নিজেদের নামে সেই মেল পাঠতে পারাবেন। আমরা দল মত সংগঠন নির্বিশেষে সকলের কাছে এই আহ্বান জানাচ্ছি।”

পড়ুন:  তবে কি ফের বাড়তে চলেছে টাকা! লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এল বিরাট আপডেট! খুশি মহিলারা

প্রসঙ্গত উল্লেখ্য, সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত যে মামলাটি চলছে, সেটা পঞ্চম বেতন কমিশন সংক্রান্ত। ২০১৬ সাল থেকে সেই মামলা চলছে। এই মামলাটি স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল, কলকাতা হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্টে এসেছে। প্রথমে স্যাটে জয় পেয়েছিল রাজ্য সরকার। তারপর থেকে প্রতিটি ক্ষেত্রে জয় পেয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা।