বরের বয়স ৪৭ বছর, কনে ১২! পুলিশ খুঁজতেই পালিয়ে গেলেন বর, এরপর…

685

নিউজ ডেস্ক: এবার দ্বাদশী কনেকে উদ্ধার করা হল নবদ্বীপে, ভয়ে পালিয়ে গেলেন ৪৭ বছর বয়সি বর! খোঁজ চালাচ্ছে পুলিশ। বরের বয়স ৪৭ বছর। কনে ১২। মেয়েটির দিদি বোনের বিয়ে মেনে নিতে না পারায় পুলিশের সঙ্গে যোগাযোগ করেন তিনি। তার পরেই মেয়েটিকে উদ্ধার করেছে পুলিশ।

জানা গেছে, বাবার পছন্দের পাত্রকে বিয়ে করবে না বলে বাড়ি থেকে পালিয়েছিল ওই কিশোরী। সাহায্য করেছিলেন মা-ঠাকুরমা। মেয়েটি নবদ্বীপে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেয়। কিন্তু সেখান থেকে আবার মেয়েটির বিয়ের তোড়জোড় শুরু হলে শেষ মূহূর্তে বেঁকে বসেন পাত্র। উপায়ান্তর না দেখে কিশোরীকে এক ৪৭ বছরের ব্যবসায়ীর হাতে তুলে দেন ঠাকুরমা। দিন কয়েক আগে চারহাত এক হয়। মঙ্গলবার ওই ‘নাবালিকা বধূ’কে উদ্ধার করেছে নবদ্বীপ থানার পুলিশ।

এই নিয়ে পুলিশ জানিয়েছে, গত ১৬ জানুয়ারি নবদ্বীপের ইদ্রাকপুর এলাকার বাসিন্দা পেশায় জলের ব্যবসায়ী বুদ্ধদেব ঘোষের সঙ্গে এক কিশোরীকে বিয়ে করেন। বরের বয়স ৪৭ বছর। কনে ১২ বছর বয়সি। মেয়েটির দিদি বাপের বাড়ির এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি। পুলিশের সঙ্গে যোগাযোগ করেন তিনি। তার পরেই বুদ্ধদেবের বাড়ি থেকে মেয়েটিকে উদ্ধার করেছে পুলিশ। নাবালিকাকে পাঠানো হয়েছে একটি হোমে। অপ্রাপ্তবয়স্ককে বিয়ে করার অপরাধে ব্যবসায়ীর বিরুদ্ধে রুজু হয়েছে মামলা। তাঁর খোঁজে রয়েছে পুলিশ।

পড়ুন:  স্কুলেই শিক্ষককে গনধোলাই দেওয়া হল, করা হল আটক! কারণ জানলে অবাক হয়ে যাবেন আপনি

বোনের বিয়ের খবর পেয়ে কয়েক দিন আগে বুদ্ধদেবের বাড়িতে যান তিনি। তাঁর দাবি, ওই বিয়ের প্রতিবাদ জানানোয় তাঁকে হুমকি দেওয়া হয়। তিনি তখন পুলিশের দ্বারস্থ হন। অন্য দিকে বুদ্ধদেবের বাবা রবিন ঘোষ দাবি করেন, ‘‘মেয়েটির বাড়ির লোক পাত্র খুঁজছিল। আমি বলি, আমার ছেলে অবিবাহিত। পাত্রীপক্ষের আপত্তি ছিল না বলে ছেলের বিয়ে দিয়েছি। এত আইন-কানুন জানলে তো এমন ঝামেলায় পড়তাম না।’’