নিউজ ডেস্ক: বাংলার সরকারি কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি হল। এই বিজ্ঞপ্তি অনুসারে অনেকেই পাবেন ২৫৩৫৯ টাকা। রিপোর্ট অনুযায়ী, রাজ্য সরকারি কর্মীদের গ্রুপ ইনস্যুরেন্স সংক্রান্ত বিজ্ঞপ্তিটি জারি করা হয় কেন্দ্রীয় সরকারের পথে হেঁটেই। নয়া বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রুপ ইনস্যুরেন্সের অধীনে রাজ্য সরকারি কর্মীদের প্রাপ্য সুযোগ সুবিধার বিষয়টি প্রকাশ করা হয়েছে।
আসলে প্রত্যেক রাজ্য সরকারি কর্মীর বেতন থেকেই গ্রুপ ইনস্যুরেন্সের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ টাকা কাটা হয়ে থাকে। পরবর্তীকালে সংশ্লিষ্ট রাজ্য সরকারি কর্মী অবসর গ্রহণ করলে সেই গ্রুপ ইনস্যুরেন্স বাবদ টাকা পেয়ে থাকেন। এই আবহে এই গ্রুপ ইনস্যুরেন্সে ১ নভেম্বর থেকে ২০২৫ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত কত টাকা সুদ দেওয়া হবে, সেই সংক্রান্ত বিস্তারিত টেবিল প্রকাশ করেছে রাজ্য সরকারের অর্থ দফতর।
জিপিএফ-এর সুদের হারের সমান সুদ দেওয়া হয় গ্রুপ ইনস্যুরেন্সে। এই আবহে বর্তানে ৭.১ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে গ্রুপ ইনস্যুরেন্সে। এদিকে টেবিল অনুযায়ী, ১০ টাকা সাবস্ক্রিপশনের হিসেবে কোনও রাজ্য সরকারি কর্মী যদি ১৯৮৭ সালে চাকরিতে যোগ দিয়ে থাকেন এবং ২০২৪ সালের ডিসেম্বরে অবসর গ্রহণ করতে চলেছেন, তাহলে গ্রুপ ইনস্যুরেন্স বাবদ তিনি ২৫ হাজার ২০৪.১১ টাকা পাবেন। আর তিনি ২০২৫ সালের জানুয়ারিতে অবসর নিলে পাবেন ২৫৩৫৯.৩৬ টাকা।
১৯৮৮ সালে কাজে যোগ দেওয়া সরকারি কর্মী এই ডিসেম্বরে অবসরে গেলে ২২৫৩৫.৬৯ টাকা পাবেন, ১৯৮৯ সালে যোগ দেওয়া কর্মী পাবেন ২০১২১.৯২ টাকা, ১৯৯০ সালে যোগ দেওয়া কর্মী পাবেন ১৭৯৭৩.৫৬ টাকা, ১৯৯১ সালে যোগ দেওয়া কর্মী পাবেন ১৬০৬৩.৭০ টাকা, ১৯৯২ সালে যোগ দেওয়া কর্মী পাবেন ১৪৩৬৯.০৪ টাকা, ১৯৯৩ সালে যোগ দেওয়া কর্মী পাবেন ১২৮৬৮.০৫ টাকা, ১৯৯৪ সালে যোগ দেওয়া কর্মী পাবেন ১১৫২৮.৪৬ টাকা, ১৯৯৫ সালে যোগ দেওয়া কর্মী পাবেন ১০৩৩৯.৫১ টাকা, ১৯৯৬ সালে যোগ দেওয়া কর্মী পাবেন ৯২৮৫.০৫ টাকা।
১৯৮৮ সালে কাজে যোগ দেওয়া সরকারি কর্মী ২০২৫ সালের জানুয়ারিতে অবসরে গেলে ২২৬৭৫.২৫ টাকা পাবেন, ১৯৮৯ সালে যোগ দেওয়া কর্মী পাবেন ২০২৪৭.২৮ টাকা, ১৯৯০ সালে যোগ দেওয়া কর্মী পাবেন ১৮০৮৬.২৮ টাকা, ১৯৯১ সালে যোগ দেওয়া কর্মী পাবেন ১৬১৬৫.১৯ টাকা, ১৯৯২ সালে যোগ দেওয়া কর্মী পাবেন ১৪৪৬০.৫৬ টাকা, ১৯৯৩ সালে যোগ দেওয়া কর্মী পাবেন ১২৯৫০.৭৪ টাকা, ১৯৯৪ সালে যোগ দেওয়া কর্মী পাবেন ১১৬০৩.২৭ টাকা, ১৯৯৫ সালে যোগ দেওয়া কর্মী পাবেন ১০৪০৭.৩৩ টাকা, ১৯৯৬ সালে যোগ দেওয়া কর্মী পাবেন ৯৩৪৬.৬৭ টাকা।