SSC: আজ বহু প্রার্থী অনুপস্থিত এসএসসি কাউন্সেলিংয়ে, সুযোগ বাড়বে ওয়েটিং প্রার্থী, বড় খবর সামনে এল

আজ থেকে আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের দ্বিতীয় দফার কাউন্সিলিং (WBSSC Upper Primary Counselling) পর্ব শুরু হল। বাংলা মাধ্যমের স্কুলে নিয়োগের জন্য কাউন্সেলিং প্রক্রিয়া চালাচ্ছে এসএসসি।

1791
এসএসসি SSC শিক্ষক

SSC শিক্ষক নিয়োগ: আদালতের নির্দেশ মেনে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছে স্কুল সার্ভিস কমিশন। আজ থেকে শুরু হল স্কুল বাছাইয়ের জন্য দ্বিতীয় দফার কাউন্সেলিং প্রক্রিয়া। চাকরি প্রার্থীরা নিজের নিজের পছন্দ মত স্কুল বেছে নিচ্ছেন। আগেই বিজ্ঞপ্তি প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন কাউন্সেলিংয়ের সূচি প্রকাশ করেছিল।

সেই হিসাবে আজ থেকে আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের দ্বিতীয় দফার কাউন্সিলিং (WBSSC Upper Primary Counselling) পর্ব শুরু হল। বাংলা মাধ্যমের স্কুলে নিয়োগের জন্য কাউন্সেলিং প্রক্রিয়া চালাচ্ছে এসএসসি।

হিসাব অনুযায়ী আজ বাংলা বিষয়ে ৩৫০ জনকে কাউন্সেলিংয়ের জন্য ডাকা হয়েছিল। এই প্রার্থীদের মধ্যে অনুপস্থিত ও প্রত্যাখান করা প্রার্থীর সংখা ৬৮ জন। এদিন ইংরেজি বিষয়ের জন্য মোট ৩৫৭ জনকে ডাকা হয়েছিল। অনুপস্থিত ও প্রত্যাখান করা প্রার্থীর সংখা মোট ৭৬ জন। অর্থাৎ মোট অনুপস্থিত ১৪৪ জন। 

পড়ুন:  SSC: বুধেই দিল্লিতে ধরনা চাকরিহারাদের! চাপ বাড়বে মমতা সরকারের! মিলবে কি স্বস্থি?

এর আগে প্রথম দফার কাউন্সেলিং শেষে সুপারিশ পত্র পেয়েছিলেন মোট ৫০৯ জন চাকরিপ্রার্থী। স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর কাউন্সেলিংয়ের জন্য ডাকা হয়েছিল মোট ৬৫৮ জনকে। যার মধ্যে অনুপস্থিত ছিলেন ১৪৭ জন এবং কাউন্সেলিংয়ে এসেও সুপারিশ পত্র নেন্নি দু’জন। মোট উপস্থিত ছিলেন ৫০৯ জন।

Notice in r/o Professional qualification as mentioned in the Recommendation Letters issued to candidates of 1st SLST, 2016 ( Upper Primary level of Classes ) in State Govt. Aided/Sponsored schools ( Excluding 10% Para-Teachers)      

Click here to view the Notice