WBSSC: ‘দাগি অযোগ্য’ তালিকায় জুড়ল আরও নাম! এই শিক্ষকদের নাম সংযোজন এসএসসি-র, দেখেনিন

2138
স্কুল সার্ভিস কমিশন

WBSSC: শীর্ষ আদালতের নির্দেশ মেনে শনিবার স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) প্রকাশ করেছে অযোগ্য প্রার্থীদের তালিকা। প্রথমে তালিকায় নাম ছিল মোট ১৮০৪ জনের। তবে রাত পোহাতে না পোহাতেই সেই তালিকায় যুক্ত হল আরও দুই শিক্ষকের নাম। ফলে সর্বমোট অযোগ্য প্রার্থীর সংখ্যা দাঁড়াল ১৮০৬।

পড়ুন:  SSC শিক্ষক নিয়োগ: এ বিষয়ে আমরা খোঁজখবর রাখছি! যা জানালেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার

এসএসসি-র ওয়েবসাইটে মধ্যরাতের পরে সংযোজিত হয় এই দুই শিক্ষকের নাম— রোশেনারা বেগম এবং সঞ্চিতা দাস। এর ফলে নতুন করে বিতর্কের আবহ তৈরি হয়েছে নিয়োগ প্রক্রিয়া ঘিরে।

উল্লেখ্য, সুপ্রিম কোর্ট আগেই স্পষ্ট নির্দেশ দিয়েছিল, সাত দিনের মধ্যে অযোগ্য প্রার্থীদের নাম প্রকাশ করতে হবে। আদালতের সেই নির্দেশ অনুযায়ী নির্ধারিত সময়সীমার মধ্যেই শনিবার এসএসসি তালিকা প্রকাশ করে। কিন্তু প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই নতুন নাম যোগ হওয়ায় কমিশনের ভূমিকা নিয়ে ফের প্রশ্ন উঠছে।

প্রাথমিক ভাবে প্রকাশিত তালিকায় ১৮০৪ জনের নাম থাকলেও অতিরিক্ত এই দু’জন যুক্ত হওয়ায় অনেকেই মনে করছেন, অযোগ্যদের সংখ্যা আরও বাড়তে পারে। এখন নজর আদালতের পরবর্তী পদক্ষেপ এবং কমিশনের অবস্থানের দিকে।

পড়ুন:  চাকরি প্রার্থীদের পর্যাপ্ত নম্বর দিয়ে তাঁদের নিয়োগ করা হোক: ফিরদৌস শামিম