Homeপশ্চিমবঙ্গযাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের রহস্যমৃত্যু! হোটেলের ঘর থেকে রক্তাক্ত দেহ উদ্ধার, তবে কি...

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের রহস্যমৃত্যু! হোটেলের ঘর থেকে রক্তাক্ত দেহ উদ্ধার, তবে কি…

জানা গিয়েছে, ২ বন্ধুর সঙ্গে আলমোড়া গিয়েছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওই অধ্যাপক। গতকালই ফেরার কথা ছিল। তবে আর বাড়ি ফেরা হয়নি।

নিউজ ডেস্ক: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের রহস্যমৃত্যু হল! উত্তরাখণ্ডের হোটেলের ঘর থেকে তাঁর দেহ উদ্ধার হয়েছে। উত্তরাখণ্ডে বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে আর ফেরা হল না, হোটেলের ঘর থেকে যাদবপুরের অধ্যাপকের রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে।

মৃত ওই অধ্যাপকের নাম মৈনাক পাল। তিনি দর্শন বিভাগের অধ্যাপক ছিলেন। উত্তরাখণ্ডের হোটেলের বন্ধ ঘর থেকে অধ্যাপক মৈনাক পালের  রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। হোটেলের ঘরের দরজা ভেঙে অধ্যাপকের দেহ উদ্ধার করেছে পুলিশ। 

জানা গিয়েছে, ২ বন্ধুর সঙ্গে আলমোড়া গিয়েছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওই অধ্যাপক। গতকালই ফেরার কথা ছিল। তবে আর বাড়ি ফেরা হয়নি। হোটেলে মৃত্যু হয় তাঁর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য জানিয়েছেন,’ খবর পেয়েছি, দুঃখজনক ঘটনা।’

কিন্তু কি কারণে এই মৃত্যু হল তা নিয়ে উঠছে প্রশ্ন। এখনও অবধি ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি। তার দেহ রক্তাক্ত কেন ছিল? এই প্রশ্নও উঠছে। অধ্যাপকের এই ভাবে মৃত্যুতে, শোকের ছায়া নেমেছে গোটা ক্যাম্পাসে। 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!