WBSSC: এসএসসি মামলায় বিরাট খবর! আবেদন খারিজ সুপ্রিম কোর্টের! হাইকোর্টে আবেদন…

13454
এসএসসি সুপ্রিম কোর্ট শিক্ষক নিয়োগ

WBSSC: স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা নিয়ে বড় খবর সামনে এল। এসএসসি মামলায় বিরাট মোড়! আবেদন খারিজ দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের! অযোগ্য তালিকায় নাম থাকার বিরোধিতা করে রিট পিটিশন দাখিল করেছিলেন সুজাতা দাস। সেই মামলায় জরুরি পর্যবেক্ষণ সর্বোচ্চ আদালতের।

এদিন, এসএসসি পরীক্ষার দিন পিছিয়ে দেওয়ার আবেদনে হস্তক্ষেপ করল না সর্বোচ্চ আদালত। সোমবার সুজাতা দাস নামে এক আবেদনকারীর মামলার শুনানি ছিল সর্বোচ্চ আদালতের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি অরবিন্দ কুমারের বেঞ্চে। যদিও সেই আবেদন খারিজ করে দিল আদলত।

অযোগ্য তালিকায় নাম থাকার বিরোধিতা করে রিট পিটিশন দাখিল করেছিলেন সুজাতা দাস। এই বিষয়ে আদালতের পর্যবেক্ষণ, কোনও চাকরিপ্রার্থী যদি মনে করেন তিনি অযোগ্য তালিকাভুক্ত নন এবং তিনি প্রয়োজনীয় কারণ দেখান, সেটা অন মেরিট হাইকোর্টকে বিবেচনা করতে হবে।

সর্বোচ্চ আদালতের নির্দেশ রয়েছে বলে এ ধরনের আবেদন শুনতেই অস্বীকার করতে পারে না কোর্ট। সুজাতা দাসের আবেদন খারিজ করে তাঁকে হাইকোর্টের দ্বারস্থ হওয়ার নির্দেশ দিয়েছে বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ।

পড়ুন:  SSC: '১২১২ জনকে অযোগ্য বলা হয়েছিল। আমাদের বিষয়ে কিছু বলা হয়নি। শুধু ৪০৯১ জনের ওএমআরে...'

৭ সেপ্টেম্বর এসএসসির পরীক্ষা রয়েছে বলে উল্লেখ করে সুপ্রিম কোর্টের কাছে স্থগিতাদেশ চান সুজাতা দাসের আইনজীবী। কিন্তু সেই আবেদনে সাড়া দেয়নি সর্বোচ্চ আদালত। হাইকোর্টেই আবেদন করতে বলা হয়েছে সুজাতা দাসকে। এখন দেখার বিষয় গোটা বিষয় শেষ পর্যন্ত কোন পর্যন্ত গড়ায়।

পড়ুন:  SSC: সংরক্ষণ জটিলতায় সুপারিশপত্র প্রদান স্থগিত প্রার্থীর, শিক্ষক নিয়োগ নিয়ে বড় খবর সামনে এল

এদিন, অন্য একটি মামলায় চাকরি হারা যোগ্য শিক্ষকরা আবেদন করেছিলেন, পরীক্ষা আরও একটু পিছিয়ে দেওয়ার জন্য। যদিও এসএসসি জানায়, তাঁরা নির্ধারিত তারিখেই পরীক্ষা নিতে প্রস্তুত। এর পর আদালত আর এই বিষয়ে হস্তক্ষেপ করেনি। ফলে কিছুটা আশাহত হলেন যোগ্য চাকরি প্রার্থীরা। 

পড়ুন:  BIG NEWS: অযোগ্যদের তালিকা প্রকাশ করল SSC, এক ক্লিকেই দেখেনিন পুরো তালিকা